AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US President Donald Trump: ‘প্রধানমন্ত্রী মোদী জানত আমি খুশি নই’, ভারতের সঙ্গে আরও খারাপ কিছু করবেন ট্রাম্প?

US Tariff on India: গত বছরই ভারতের উপরে প্রথমে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছিলেন। এরপর রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে, যা সর্বোচ্চ।

US President Donald Trump: 'প্রধানমন্ত্রী মোদী জানত আমি খুশি নই', ভারতের সঙ্গে আরও খারাপ কিছু করবেন ট্রাম্প?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jan 05, 2026 | 11:29 AM
Share

ওয়াশিংটন: আমেরিকার চক্ষুশূল হচ্ছে ভারত? একেই দ্বিগুণ শুল্ক বসিয়েছেন। এবার আরও শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প যে খুব অসন্তুষ্ট, তা প্রধানমন্ত্রী মোদী জানতেন।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে উঠতে উঠতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী খুব ভাল মানুষ। ওঁ জানত যে আমি খুশি ছিলাম না। আমায় খুশি রাখাটা গুরুত্বপূর্ণ। ওরা আমাদের সঙ্গে বাণিজ্য করে, আমরা যে কোনও সময়ে শুল্ক বাড়িয়ে দিতে পারি।”

প্রসঙ্গত, গত বছরই ভারতের উপরে প্রথমে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছিলেন। এরপর রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে, যা সর্বোচ্চ। এবার আরও একবার শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প।

গত সপ্তাহেই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য় বাড়ানোর উপরে জোর দিয়েছিলেন। শুল্ক নিয়েও আলোচনা হয়। রবিবার আবার উল্টো সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে। ফের তিনি ভারতের উপরে শুল্ক চাপান কি না, এবং শুল্ক বসালে ভারত-ই বা কী অবস্থান নেয়, তাই দেখার। এর আগে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে যখন শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট, তখন তীব্র প্রতিবাদ করেছিল নয়া দিল্লি।