Naga Shawl: দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে ঐতিহ্যবাহী নাগা শাল উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী

Naga Shawl: দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে নাগা শাল উপহার দেওয়ার মাধ্যমে নাগা সংস্কৃতি তথা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রয়াসী।

Naga Shawl: দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে ঐতিহ্যবাহী নাগা শাল উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী
দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে নাগা শাল উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 5:31 PM

জোহানেসবার্গ: ভারতের বস্ত্রশিল্পের অন্যতম নিদর্শন হল ‘নাগা শাল’। মূলত, উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড (Nagaland) রাজ্যের জনজাতিরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই শাল বুনে আসছেন। তাই এটি ‘নাগা শাল’ (Naga Shawl) নামে পরিচিত। ঐতিহ্যবাহী বয়ন কৌশল, জটিল নকশা এবং তার সঙ্গে মানানসই প্রাণবন্ত রং নাগা শাল-কে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি গোষ্ঠীর এই ঐতিহ্যবাহী শালই দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে (South African First Lady) উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যা দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

নাগা শালের বিশেষত্ব

নাগা শাল মূলত, সুতি, শিল্ক এবং উল দিয়ে তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল, শালের উপর জ্যামিতিক ও প্রতীকী নকশা। এই ধরনের নকশার মাধ্যমে মূলত, নাগা জনজাতির জীবনের গল্প তুলে ধরা হয়। প্রতিটি শালের প্রতিটি নকশার পিছনেই রয়েছে নাগাদের ভিন্ন-ভিন্ন গল্প। এছাড়া নাগা জনজাতির বিভিন্ন পৌরাণিক কাহিনি, মিথ তুলে ধরা হয়ে নকশার মাধ্যমে।

কেবল নকশা নয়, নাগা শালে ব্যবহৃত বিভিন্ন সুতোর রঙেরও বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিটি রঙেরই আলাদা অর্থ রয়েছে এবং তার তাৎপর্য গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করে নাগা জনজাতি। তাদের কাছে লাল রং হল মূর্ত সাহসের প্রতীক, কালো রং শোকের প্রতিনিধিত্ব করে। সাদা বিশুদ্ধতার সঙ্গে যুক্ত এবং সবুজ শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। নাগা শালে রাসায়নিক রঙের ব্যবহার তুলনামূলক কম। যাঁরা শাল বোনেন তাঁরা রংকে প্রাণবন্ত করে তুলতে বেশিরভাগই গাছপালা এবং শিকড় থেকে তৈরি প্রাকৃতিক রং ব্যবহার করেন। তাই প্রতিটি নাগা শাল এবং শালের নকশা ও রঙে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে কেমন শাল উপহার দিলেন নমো?

দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি শিপো মোসিপিকে যে নাগা শালটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন, সেটি মূলত উজ্জ্বল মেরুন রঙের। তার মাঝে-মাঝে রয়েছে সরু ও চওড়া কালো স্ট্রাইপ। আবার মাঝে কিছুটা সাদা অংশ এবং তার মধ্যে কালো ও অন্যান্য রঙের সুতো দিয়ে হালকা বিশেষ প্রতীকী নকশা রয়েছে। যা শালটিকে আরও মার্জিত করে তুলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সুরাহি উপহারের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের ঐতিহ্য তুলে ধরেছেন, তেমনই দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে নাগা শাল উপহার দেওয়ার মাধ্যমে নাগা সংস্কৃতি তথা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রয়াসী।