PM Modi-Vladimir Putin: অনুবাদক ছাড়াই পুতিন বোঝেন মোদীর কথা! ‘বন্ধু’কে ফের একবার যুদ্ধ থামানোর বার্তা প্রধানমন্ত্রীর

Russia-Ukraine War: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই জড়িয়ে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। হেসে বলেন যে তাঁদের মধ্যে সম্পর্ক এতটাই গাঢ় যে অনুবাদকেরও প্রয়োজন পড়বে না।

PM Modi-Vladimir Putin: অনুবাদক ছাড়াই পুতিন বোঝেন মোদীর কথা! বন্ধুকে ফের একবার যুদ্ধ থামানোর বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরলেন পুতিন।Image Credit source: PTI

|

Oct 23, 2024 | 7:37 AM

মস্কো: ব্রিকস সামিটে যোগ দিতে রাশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই সাক্ষাৎ হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদীকে দেখেই জড়িয়ে ধরেন পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। ভারত ফের একবার শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দিয়েছে।

রাশিয়ার কাজ়ানে এবার বসেছে ব্রিকস সম্মেলনের আসর। আজ, বুধবার এই সম্মেলনেই মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৫ বছর পরে দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে। তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই জড়িয়ে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। হেসে বলেন যে তাঁদের মধ্যে সম্পর্ক এতটাই গাঢ় যে অনুবাদকেরও প্রয়োজন পড়বে না।

অন্যদিকে, দেখা হতেই প্রথমে ব্রিকস সম্মেলন আয়োজন এবং বহু দেশের এই গোষ্ঠীতে যোগ দিতে ইচ্ছুক হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। ভারতে আসার জন্য আমন্ত্রণও জানান। এরপই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন সমস্যা নিয়ে আমরা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখেছি। আমরা বরাবর বলেছি আলোচনার মাধ্যমে সমস্য়ার সমাধান করতে। শান্তি ফেরাতে ভারত সব সময় সাহায্য করতে রাজি।”

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন নিয়ে এটি প্রধানমন্ত্রী মোদীর চলতি বছরের দ্বিতীয় রাশিয়া সফর। এর আগে গত জুলাই মাসেই তিনি ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সামিটে যোগ দিতে গিয়েছিলেন।