নাইজেরিয়া: তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই নাইজেরিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে। ‘দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার’ সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
এই প্রথম নাইজেরিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদী। আর প্রথম সফরেই তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার’-এ সম্মানিত করা হচ্ছে। ১৯৬৯ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পর এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধানকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে।
প্রসঙ্গত, এই নিয়ে ১৭ তম আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এটি নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান।
শনিবারই নাইজেরিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবুজায় তাঁকে ‘কি টু দ্য সিটি’ উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বিশ্বাসের প্রতীক হিসাবেই এই উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মারাঠি লাভনি নৃত্যও প্রদর্শন করা হয়। নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠি সম্প্রদায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নাইজেরিয়া থেকে ব্রাজিল, গুয়ানায় যাবেন প্রধানমন্ত্রী মোদী।