PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে, নজরে প্রতিরক্ষা চুক্তি

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। দুই দেশের রাষ্ট্রনেতা দেশের ভবিষ্যত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে, নজরে প্রতিরক্ষা চুক্তি
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান। Image Credit source: PTI

|

Apr 05, 2025 | 1:20 PM

কলম্বো: থাইল্যান্ড সফর সেরে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিরাট আড়ম্বরে স্বাগত জানানো হল তাঁকে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ঐতিহাসিক ইনডিপেন্ডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় গান স্যালুট দিয়ে। তাঁকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’-এও সম্মানিত করা হল।

শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। দুই দেশের রাষ্ট্রনেতা দেশের ভবিষ্যত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১০টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্য়ে। প্রতিরক্ষা খাতে সহযোগিতার চুক্তি স্বাক্ষর হতে পারে। পাশাপাশি শক্তি বা এনার্জি ক্ষেত্রেও নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে।

যদি প্রতিরক্ষা খাতে মউ স্বাক্ষর হয়, তবে তা ভারত-শ্রীলঙ্কার জন্য এক নতুন অধ্যায় হবে। এর আগে প্রতিরক্ষা নিয়েই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছিল। ৩৫ বছর আগে ভারতের পিস কিপিং ফোর্সকে শ্রীলঙ্কা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এমন সময়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন, যখন দেশ আর্থিক দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। তিন বছর আগেই আর্থিক ধস নেমেছিল শ্রীলঙ্কায়। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই সময় ভারত ৪.৫ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য করেছিল পড়শি দেশকে।

আজকের বৈঠকের পর ঋণমুক্তিতে ভারতের শ্রীলঙ্কাকে সাহায্য এবং মুদ্রা আদান-প্রদান নিয়ে দুটি নথি প্রকাশ করা হতে পারে।