PM Modi Birthday: ভ্যাটিকানে প্রার্থনা, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করলেন পোপ লিও

PM Narendra Modi: বুধবার পবিত্র ভ্যাটিকান সিটিতে জমায়েত হয়েছিলেন ৩০ হাজার মানুষ। বুধবারের এই বিশেষ প্রার্থনায় পোপ লিও চতুর্দশ সকল আগত পুণ্যার্থীকে আশীর্বাদ করেন। গতকাল তিনি ভারতের সংখ্যালঘু ফেডেরেশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থ জীবন ও দীর্ঘায়ুর কামনা করেন।    

PM Modi Birthday: ভ্যাটিকানে প্রার্থনা, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করলেন পোপ লিও
প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ পোপ লিও-র।Image Credit source: PTI

|

Sep 18, 2025 | 10:15 AM

ভ্যাটিকান সিটি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এল পবিত্র ভ্যাটিকান সিটি থেকে আশীর্বাদ। পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV) জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করেন তিনি।

বুধবার পবিত্র ভ্যাটিকান সিটিতে জমায়েত হয়েছিলেন ৩০ হাজার মানুষ। বুধবারের এই বিশেষ প্রার্থনায় পোপ লিও চতুর্দশ সকল আগত পুণ্যার্থীকে আশীর্বাদ করেন। গতকাল তিনি ভারতের সংখ্যালঘু ফেডেরেশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থ জীবন ও দীর্ঘায়ুর কামনা করেন।

পোপ লিও-র সঙ্গে দেখা করেন সাংসদ সতনাম সিং সান্ধু, প্রাক্তন কূটনৈতিক হর্ষবর্ধন শ্রিংলা এবং আইএমএফের কনভেনার অধ্যাপক হিমানী সুদ। পোপ লিও প্রধানমন্ত্রী মোদীর ছবিতে আশীর্বাদ করেন। সাংসদ সতনাম সিং পোপকে একটি বই উপহার দেন। ‘হার্ট টু হার্ট: রেভারেন্স অব সাগা’ শীর্ষক এই বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিখ সম্প্রদায়ের সম্পর্ককেই তুলে ধরা হয়েছে।