AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ৫৯ শতাংশ বাংলাদেশি ডুবতে চলেছে অন্ধকারে? ঢাকায় বাড়ছে উত্তেজনা

Bangladesh News: গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লি সমিতি কর্মীরা সাত দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে। সেখানেই চলছে তাদের অবস্থান-বিক্ষোভ।

Bangladesh: ৫৯ শতাংশ বাংলাদেশি ডুবতে চলেছে অন্ধকারে? ঢাকায় বাড়ছে উত্তেজনা
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: May 26, 2025 | 2:22 PM
Share

ঢাকা: অন্ধকারে ঢাকতে চলেছে বাংলাদেশের একের পর এক গ্রাম? গত পাঁচ দিন ধরে পদ্মা পাড়ে চলা আন্দোলন দেখে এমনই প্রশ্ন তুলছেন একাংশ। কিন্তু কী এমন ঘটেছে যে শেষমেশ অন্ধকার নামার মতো পরিস্থিতি তৈরি হল?

পড়শি দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে সরকারি বিদ্যুৎ প্রদানকারী সংস্থা পল্লি বিদ্যুৎ সমিতি। মোট ৮০টি সমিতি মিলে আলো পৌঁছে দেয় বাংলাদেশ প্রান্তিক থেকে প্রান্তিকতর এলাকায়। এবার সেই আলোকে গ্রাস করতে পারে অন্ধকার।

জানা গিয়েছে, গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লি সমিতি কর্মীরা সাত দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে। সেখানেই চলছে তাদের অবস্থান-বিক্ষোভ। যার জেরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে বিদ্যুৎ সমিতি কার্যালয়গুলি। পরিস্থিতি এতটাই জটিল যে দিন প্রতিদিন ঢাকার অবস্থান মঞ্চে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছে বলেই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে।

ওয়াকিবহাল মহলের দাবি, ২০২৩ সালে সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের দেশের ৫৯ শতাংশ জনগণ এখনও গ্রামে থাকেন। এই পরিস্থিতিতে যদি একে একে সবাই কর্মবিরতিতে যেতে শুরু করেন তবে বিদ্যুৎ বিতরণ বিঘ্নিত হওয়ার সম্ভবনা রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনা করেনি। তবে বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে সহানুভূতি প্রকাশ করেছে। মূলত, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা। চাকরিচ্যুতদের পুর্নবহাল করা-সহ একাধিক দাবিতেই চলছে এই আন্দোলন।