ওয়াশিংটন: মার্কিনবাসীদের মন থেকে ভ্যাকসিন ভীতি কাটাতে টিকা (COVID-19 Vaccine) নিলেন স্বয়ং সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এখনও হোয়াইট হাউসে (White House) প্রবেশ করেননি তিনি, তার আগেই দেশবাসীর মন জয় করতে কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন। সোমবার ডেলাওয়ারের তিনি ফাইজার-বায়োএনটেকের (Pfizer-BioNTech) করোনা ভ্যাকসিন নেন। তবে ভ্যাকসিন নিয়ে মুখ খোলেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার সময় একটুও চিন্তিত ছিলেন না ভাবী প্রেসিডেন্ট বাইডেন। হাসি মুখেই নীল রঙের টার্টেল নেক সোয়েটারের বাঁ হাত গুটিয়ে নার্সকে বলেন, “আপনি প্রস্তুত হলেই এগিয়ে যান।” ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়া শেষ হলে তিনি একদিকে যেমন ট্রাম্প সরকারের অপারেশন র্যার্প স্পিডের প্রশংসা করেন দ্রুত ভ্যাকসিন জোগান ও বন্টনের জন্য, অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের হিরো বলেও সম্বোধন করেন। ভ্যাকসিন নেওয়ার সময় তাঁর সঙ্গ দিচ্ছিলেন ভাবী ফার্স্ট লেডি ডঃ জিল বাইডেন (Jill Biden)। তিনিও একইদিনে ভ্যাকসিন নিয়েছেন, তবে হাসপাতালে নয়।
টুইট করেও নিজের ভ্যাকসিন নেওয়ার কথা জানান বাইডেন। টুইটে লেখেন,”আজ আমি কোভিড-১৯-র ভ্যাকসিন পেলাম। যে সব বিজ্ঞানী ও গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে ভ্যাকসিন তৈরি করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমরা ঋণী। আমেরিকাবাসীকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”
Today, I received the COVID-19 vaccine.
To the scientists and researchers who worked tirelessly to make this possible — thank you. We owe you an awful lot.
And to the American people — know there is nothing to worry about. When the vaccine is available, I urge you to take it. pic.twitter.com/QBtB620i2V
— Joe Biden (@JoeBiden) December 22, 2020
আরও পড়ুন: করোনার নতুন ‘স্ট্রেনেও’ কার্যকরী স্পুটনিক ভি! দাবি রাশিয়ার
কেবল বাইডেন নয়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)-ও নেবেন ভ্যাকসিন। খ্রিস্টমাস (Christmas) কাটানোর পর তিনি এই ভ্যাকসিন নেবেন। বাইডেন ও কমলা হ্যারিসের ভিন্ন সময়ে ভ্যাকসিন নেওয়ার কারণ হিসাবে এক মুখপাত্র জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে ভ্যাকসিন নেওয়ার বদলে দুজনকে কিছু সময় ব্যবধানে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচার চলাকালীন করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এখনও ভ্যাকসিন নেননি। ভবিষ্যতেও নেবেন কিনা, সে বিষয়েও উচ্চবাচ্য করেননি তিনি। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (Mike Pence), হাউস স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi), সেনেটর মিচ ম্যাককনেল (Mitch McConnel) গত শুক্রবারই ভ্যাকসিন নিয়েছেন।
এর আগেও করোনা ভাইরাসকে গুরুত্ব না দেওয়া, মাস্ক না পড়া সহ নানা উদাহরণের মাধ্যমে এই মারণ ভাইরাস সম্পর্কে নিজের উদাসীনতার দিক তুলে ধরেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। সংক্রমণের হার বৃদ্ধি ও স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি নিয়েও তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবুও নিজের ভাবমূর্তি পরিবর্তন করেননি ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই দেশবাসীর সুরক্ষা নিশ্চিতের কাজে নেমে পড়েছেন জো বাইডেন, এতে মানুষের মনে নিজের প্রতি আরও ভরসা তৈরি করতে সফল হবেন তিনি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: ব্রিটেন, ইতালির পর অস্ট্রেলিয়া, নতুন রূপে থাবা বসাচ্ছে করোনা!