Bangladesh: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে তাণ্ডব-ভাঙচুর, বিচার চাইলেন হাসিনা, কী হচ্ছে বাংলাদেশে!

Bangladesh: হাসিনা বাংলাদেশ ছাড়ার ঠিক ৬ মাসের মাথায় এদিন ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। প্রথমে ধানমন্ডির ওই বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তারপরই বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।

Bangladesh: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে তাণ্ডব-ভাঙচুর, বিচার চাইলেন হাসিনা, কী হচ্ছে বাংলাদেশে!
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে ভাঙচুর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 11:25 PM

ঢাকা: বাংলাদেশে কোথায় পৌঁছচ্ছে শেখ হাসিনা বিরোধী বিক্ষোভে আঁচ? এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িও। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে বুধবার হামলা চালায় হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা। বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপরও বাংলাদেশে অশান্তি কমেনি। হামলার শিকার হন আওয়ামী লীগের নেতা কর্মীরা। হিন্দু-সহ সংখ্যালঘুদের বাড়ি দোকানেও হামলা চালানো হয়। তারপরও কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

হাসিনা বাংলাদেশ ছাড়ার ঠিক ৬ মাসের মাথায় এদিন ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। প্রথমে ধানমন্ডির ওই বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। তারপরই বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পাঁচ দশক আগে এই বাড়িতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর দেহ। শেখ হাসিনা বাড়িটিকে সংগ্রহশালা হিসেবে গড়ে তোলেন। তবে এই প্রথম নয়। গত বছরের ৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার পরও এই বাড়িতে হামলা চালানো হয়েছিল।

এই খবরটিও পড়ুন

এদিকে, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুরের তীব্র নিন্দা করে শেখ হাসিনা বলেন, “বাড়িটার কী অপরাধ? বাড়িটাকে কীসের ভয়? দেশের জনগণের থেকে বিচার চাই। একটা দালান ভেঙে ফেলতে পারে। ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার গড়ব।”