Most Expensive Mango : এই আমের প্রতি কেজির দাম কয়েক লক্ষ টাকা, চেখে দেখবেন নাকি!
Most Expensive Mango : এক কেজি আমের দাম প্রায় কয়েক লক্ষ টাকা। হলুদ-লাল নয়, এই আমের রং বেগুনি। বিশ্বে সবথেকে দামি এই আমের ফলন হয় জাপানের মিয়াজ়াকি শহরে।
টোকিও : ফলের রাজা আম। আমের রসালো স্বাদে মজে এক থেকে আশি সকলেই। পাতে আম সাজিয়ে দিয়েছে কিন্তু কেউ মুখ ঘুরিয়ে চলে গিয়েছে এরকম ব্যক্তি হয়ত খুব কমই পাওয়া যায়। তবে কোন আমের স্বাদ বেশি তা নিয়ে তর্ক চলতেই থাকে। কেউ বলে ফজলি, তো কেউ ল্যাংড়া। আবার কারোর পছন্দের হিমসাগর তো কেউ তুলে নেন গোলাপখাস। এর মধ্যে পৃথিবীর সেরা আম কী? আপনি কি চেখে দেখেছেন পৃথিবীর সেরা আমের স্বাদ! না হিমসাগর, ফজলি নয় মিয়াজ়াকি আমের নাম শুনেছেন! ফলের রাজার ভ্যারিয়েন্টের শেষ নেই। এই মিয়াজ়াকি ভ্যারিয়েন্টের দাম শুনলে ভিড়মি খাবেন আপনিও।
জাপানের মিয়াজ়াকি শহরে ফলন হয় এই প্রকার আমের। সেই শহরের নামেই নামকরণ হয়েছে এই ফলের রাজার। আন্তর্জাতিক বাজারে এই আম বিকোয় প্রতি কেজি ২.৭০ লক্ষ টাকায়। শুধু দাম নয়, অবাক হবেন আমের রঙেও। পাকা আম বলতে আমাদের কল্পনা হলদে, লাল-হলুদ বা হলুদের উপর রাঙা লালের রঙের ছোঁয়া- এইসব রঙই ভেসে ওঠে। তবে মিয়াজ়াকি আমের রঙেও রয়েছে দামের মতোই চমক। এই আমের রং লাল-হলুদ নয়। রুবি রঙের এই আম। এই আমকে ‘এগস অব দ্য সান’ (Eggs of the Sun) বলা হয়ে থাকে।
ফলের দেশ হিসেবে পরিচিত ভারত। প্রতি বছর সবথেকে বেশি আমের ফলন হয় উত্তর প্রদেশে। মোট ফলনের প্রায় ২৩.৪৭ শতাংশই আসে উত্তর প্রদেশ থেকে। তবে দামের দিক থেকে এইসব আমকেই হার মানাবে মিয়াজ়াকি আম। এখনও পর্যন্ত বিশ্বে সবেচেয়ে দামি হল মিয়াজ়াকি।