India-UAE Deal: বিদেশের মাটিতেও হবে ভারতীয় মুদ্রা দিয়ে লেনদেন, মোদীর উপস্থিতিতে UAE-র ব্যাঙ্কের সঙ্গে চুক্তি RBI-র

RBI-Central Bank Deal: দুই দেশের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা যাতে আরও সহজ হয় এবং আর্থিক সহযোগিতা তৈরি হয়, তার জন্যই মউ স্বাক্ষর করা হয়েছে বলে জানানো হয়েছে।

India-UAE Deal: বিদেশের মাটিতেও হবে ভারতীয় মুদ্রা দিয়ে লেনদেন, মোদীর উপস্থিতিতে UAE-র ব্যাঙ্কের সঙ্গে চুক্তি RBI-র
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে চুক্তি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 2:33 PM

নয়া দিল্লি: এবার বিদেশেও ভারতীয় মুদ্রা দিয়ে করা যাবে লেনদেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র উপস্থিতিতে শনিবার আবু ধাবিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সেন্ট্রাল ব্যাঙ্কের (Central Bank) দুটি চুক্তি স্বাক্ষর হল। নিজেদের দেশের মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন এবং পেমেন্ট ও মেসেজিং সিস্টেমের মধ্যে ইন্টারলিঙ্কিংয়ের লক্ষ্য়ে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

দু’দিনের ফ্রান্স সফর শেষ করে দেশে ফেরার আগেই ঝটিকা সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দুই ব্যাঙ্কের গভর্নরের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পেমেন্ট ব্যবস্থা নিয়ে চুক্তি হয়।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনের জন্য ভারতীয় মুদ্রা ও সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রা দিরহামের ব্যবহারের জন্য় একটি কাঠামো তৈরির মউ স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি পেমেন্ট ও মেসেজিং সিস্টেমের মধ্যে সংযোগস্থাপনের জন্য মউ স্বাক্ষর করা হয়েছে।”

দুই দেশের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা যাতে আরও সহজ হয় এবং আর্থিক সহযোগিতা তৈরি হয়, তার জন্যই মউ স্বাক্ষর করা হয়েছে বলে জানানো হয়েছে। এই চুক্তি কার্যকর হলে, একটি স্থানীয় কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম তৈরি করা হবে, যার মাধ্যমে ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরশাহির দিরহাম-উভয়ই ব্য়বহার করা যাবে।

পেমেন্ট ও মেসেজিং সিস্টেম সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়,  ভারতের ইউপিআই ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির ইন্সট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে লিঙ্ক স্থাপন করা হবে। ভারতের রুপে কার্ড ও সংযুক্ত আরব আমিরশাহির সুইচ কার্ডের মধ্যে লিঙ্ক স্থাপন করা হবে।

উল্লেখ্য, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের উপরে নির্ভরশীলতা কমাতে এবং দেশীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর উপরে দীর্ঘদিন ধরে জোর দিচ্ছে ভারত সরকার।