AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Robbery at jewellery store: আড়াই মিনিটে সাফ পুরো সোনার দোকান, দেখুন রোমহর্ষক ভিডিয়ো

Robbery at jewellery store: আমেরিকা ক্যালিফোর্নিয়ার এই সোনার স্টোরটির প্রধান অফিস মহারাষ্ট্রের পুনেতে। পুনের ওই সংস্থার ভারত, আমেরিকা এবং দুবাইয়ে একাধিক স্টোর রয়েছে। ওই সংস্থারই ক্যালিফোর্নিয়ার স্টোর লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

Robbery at jewellery store: আড়াই মিনিটে সাফ পুরো সোনার দোকান, দেখুন রোমহর্ষক ভিডিয়ো
তিন মিনিটেরও কম সময়ে স্টোর লুট করে দুষ্কৃতীরা
| Updated on: Jun 16, 2024 | 8:49 PM
Share

ক্যালিফোর্নিয়া: ঠিক যেন সিনেমার দৃশ্য। আচমকা হুড়মুড়িয়ে সোনার দোকানে ঢুকে পড়ল বেশ কয়েকজন। প্রত্যেকের মুখ ঢাকা। তিন মিনিটেরও কম সময়ে গোটা সোনার দোকান সাফ করে পালাল তারা। ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার। চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আমেরিকা ক্যালিফোর্নিয়ার এই সোনার স্টোরটির প্রধান অফিস মহারাষ্ট্রের পুনেতে। পুনের ওই সংস্থার ভারত, আমেরিকা এবং দুবাইয়ে একাধিক স্টোর রয়েছে। পুনের ওই সংস্থার ওয়েবসাইট বলছে, দেশ-বিদেশ মিলিয়ে তাদের ৩৫টি স্টোর রয়েছে। ওই সংস্থারই ক্যালিফোর্নিয়ার স্টোর লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

ক্যালিফোর্নিয়ার ওই স্টোরে মাত্র একজন নিরাপত্তারক্ষী ছিলেন। আর দুষ্কৃতীরা সংখ্যায় জন কুড়ি জন। ভিডিয়ো দেখা যাচ্ছে, কাচের দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা। কারও মুখ মাস্কে ঢাকা, কেউ বা মাথা ঢাকা জ্যাকেট পরে রয়েছে।

স্টোরে ঢোকার পরই চারদিকে ছড়িয়ে পড়ে দুষ্কৃতীরা। একের পর এক কাচ ভেঙে সোনার গয়না লুঠ করতে শুরু করে। ভিডিয়ো দেখে মনে হবে, কে কোন জায়গা থেকে গয়না ব্যাগে ভরবে, তা আগে থেকেই ঠিক ছিল। মাত্র আড়াই মিনিটেই পুরো স্টোর ফাঁকা করে দেয় দুষ্কৃতীরা। তারপর একে একে বেরিয়ে যায়। কোনও জিনিসই যে তারা ফেলে রেখে যেতে চায়নি, ভিডিয়ো দেখলেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

সিসিটিভি ফুটেজ দেখে অনেকে বলছেন, স্টোরের কোথায় কী রয়েছে, সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য ছিল দুষ্কৃতীদের কাছে। লুঠ করার আগে তারা স্টোরে এসে রেইকিও করে গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে নেমে তারা এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।