Suspicious Balloon: রোমানিয়া, মলভোডার আকাশেও রহস্যজনক বেলুন, ভয়ে বন্ধ করা হল এয়ারস্পেস
Romania-Moldova: রোমানিয়ার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তারা ৩০ মিনিট ধরে আকাশে ওই রহস্যজনক বস্তু খোঁজা হয়। কিন্তু ওই বস্তুর দেখা না মেলায় বা র্যাডারেও গতিবিধি ধরা না পড়ায়, যুদ্ধবিমানগুলি এয়ারবেসে ফিরে আসে।
বুচারেস্ট: আমেরিকা, আলাস্কা, কানাডার পর এবার রোমানিয়া (Romania) ও পার্শ্ববতী মলডোভা(Moldova)-তেও এবার দেখা মিলল রহস্যজনক বেলুনের (Mysterious Balloon)। মঙ্গলবার রোমানিয়া ও মলডোভায় রহস্যজনক এক বস্তুর দেখা মেলে। আমেরিকায় যেরকম রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল, ঠিক সেইরকমই বেলুন দেখা যায়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বায়ুসেনার সার্ভিলেন্স সিস্টেমে রহস্যজনক বস্তু দেখা যায়। ওই রহস্যজনক বস্তুটির আকার আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যে বেলুন ওড়ানো হয়, তার মতোই ছিল বলে জানানো হয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রোমানিয়াতে মঙ্গলবার সকালে ওই রহস্যজনক বস্তুর উপস্থিতি বায়ুসেনার র্যাডারে ধরা পড়ে। এর ১০ মিনিটের মধ্যেই দুটি মিগ-২১ ল্যান্সার জেট পাঠানো হয়। কিন্তু আকাশে তল্লাশি চালিয়েও ওই রহস্যজনক বস্তুর আর খোঁজ মেলেনি। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১১ হাজার মিটার উচ্চতায় উড়ছিল রহস্যজনক বস্তু।
রোমানিয়ার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তারা ৩০ মিনিট ধরে আকাশে ওই রহস্যজনক বস্তু খোঁজা হয়। কিন্তু ওই বস্তুর দেখা না মেলায় বা র্যাডারেও গতিবিধি ধরা না পড়ায়, যুদ্ধবিমানগুলি এয়ারবেসে ফিরে আসে।
এদিকে, একইদিনে রোমানিয়ার প্রতিবেশী দেশ মলডোভা থেকেও রহস্যজনক বেলুনের গতিবিধি নজরে আসে। এরপরই ওই রহস্যজনক বস্তুর তদন্তের জন্য বেশ কিছুক্ষণের জন্য এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। মলডোভার অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেশের উত্তরে ইউক্রেনের সীমান্তের কাছে আবহাওয়া বেলুনের মতো ছোট একটি রহস্যজনক বস্তু দেখা মেলার খবর দেওয়া হয়। এরপরই কিছুক্ষণের জন্য এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে তল্লাশি অভিযান চালানোর পর এয়ারস্পেস খুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমেরিকার আকাশে একের পর এক রহস্যজনক বস্তুর দেখা মেলে। পেন্টাগনের তরফে দাবি করা হয়, আমেরিকার উপরে নজরদরি ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্যই চিন ওই স্পাই বেলুন পাঠিয়েছিল। যদিও চিনের তরফে এই দাবি অস্বীকার করা হয়। পরে গত সপ্তাহেই আলাস্কা ও কানাডাতেও একই ধরনের রহস্যজনক বস্তু উড়তে দেখা গেলে, তা সঙ্গে সঙ্গে ধ্বংস করা হয়।