Yevgeny Prigozhin: বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে প্রিগোজ়িনের, ফরেন্সিক রিপোর্ট দেখিয়ে প্রমাণ দিল রাশিয়া
Russia: রবিবার রাশিয়ার তদন্তকারী বাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে যে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তার ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে এবং দেহ চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। মৃতদের তালিকায় ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ও তাঁর সঙ্গী দিমিত্রি উতক্রিনের নাম রয়েছে।

মস্কো: প্রিগোজ়িন আর বেঁচে নেই! অবশেষে ঘোষণা করল রাশিয়া(Russia)। বুধবারই সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ভেঙে পড়ে একটি বিমান। যাত্রী তালিকা দেখে জানা যায়, ওই বিমানে ছিলেন রাশিয়ার ওয়াগনার (Wagner) বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িন (Yevgeny Prigozhin)। বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্য়ু হয়েছে বলেই জানানো হয়। তবুও প্রিগোজ়িনের মৃত্যু ঘিরে কিছু ধোঁয়াশা থেকেই যাচ্ছিল। অবশেষে ফরেন্সিক পরীক্ষার পর রাশিয়ার তদন্তকারী কমিটির তরফে প্রিগোজ়িনের মৃত্যু নিশ্চিত করা হল। জানানো হয়েছে, বিমান দুর্ঘটনায় মৃত ১০ জনের মধ্যে একজন ওয়াগনার বাহিনীর প্রধান। অপর এক শীর্ষ নেতা দিমিত্রি উতক্রিনেরও মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়, এমনটাই জানানো হয়েছে।
রবিবার রাশিয়ার তদন্তকারী বাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে যে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তার ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে এবং দেহ চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। মৃতদের তালিকায় ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ও তাঁর সঙ্গী দিমিত্রি উতক্রিনের নাম রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহর বুধবারই রাশিয়ার অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, গত বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে যে বিমানটি ভেঙে পড়ে, তাতে ১০ জন যাত্রীর মধ্য়ে প্রিগোজ়িনও ছিলেন।
