AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাইডেনকে শুভেচ্ছা মস্কোর, একসঙ্গে কাজ করার বার্তা পুতিনের

পুতিন টেলিগ্রামে বাইডেনকে লিখেছেন, "তাঁদের দেশ সারা বিশ্বে স্থিতাবস্থা ও সুরক্ষা কায়েম রাখতে দায়িত্ববদ্ধ।"

বাইডেনকে শুভেচ্ছা মস্কোর, একসঙ্গে কাজ করার বার্তা পুতিনের
ফাইল চিত্র
| Updated on: Dec 16, 2020 | 12:09 AM
Share

মস্কো: অবশেষে শুভেচ্ছা বার্তা এল মস্কো থেকেও। মঙ্গলবার জো বাইডেনকে (Joe Biden) নির্বাচন জয়ের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিবৃতি দিয়ে মস্কো জানিয়েছে, রাশিয়া (Russia) জো বাইডেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

মার্কিন নির্বাচনে ফল গণনার কয়েক দিনের মধ্যেই সারা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা এসেছিল বাইডেনের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে অভিনন্দন জানিয়ে ছিলেন কমলা-বাইডেনকে। ব্রিটেন-সহ পাশ্চাত্য দেশ তো বটেই, চিনও শুভেচ্ছা বার্তা দিয়েছিল। কিন্তু মুখ খোলেননি পুতিন। এবার সেটাও হল। পুতিন টেলিগ্রামে বাইডেনকে লিখেছেন, “তাঁদের দেশ সারা বিশ্বে স্থিতাবস্থা ও সুরক্ষা কায়েম রাখতে দায়িত্ববদ্ধ।” তাঁর মতে রাশিয়া ও আমেরিকা মতভেদ ভুলে বিশ্বের একাধিক সমস্যার সমাধান করবে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ব্রিটিশ প্রধানমন্ত্রী! অবাধ উৎসাহ, বললেন বরিস

রাশিয়া ও আমেরিকার মধ্যে ক্ষমতার বিবাদ সেই ঠান্ডা লড়াই থেকে। তবে একাধিকবার রাশিয়া প্রীতি দেখিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন রাশিয়ার একাধির উচ্চপদস্থ আধিকারিক। কিন্তু সব বিতর্কে জল ঢেলে বাইডেনের সঙ্গে এক হয়ে কাজ করার বার্তা দিলেন পুতিন। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা ট্রাম্পের উল্টো সুরে গিয়ে বাইডেন আমলে রাশিয়াকে বেশি করে বিঁধবে আমেরিকা।