তৈরি হচ্ছে ‘মিনিস্ট্রি অব সেক্স’, কী কাজ করবে এই মন্ত্রক?

Russia: মিনিস্ট্রি অব সেক্স বা যৌনতা মন্ত্রক তৈরি করছে পুতিন সরকার। কেন হঠাৎ যৌনতা নিয়ে মাথাব্যথা শুরু হল রাশিয়ার প্রেসিডেন্টের? কারণ সে দেশে হু হু করে কমছে জন্মহার।

তৈরি হচ্ছে 'মিনিস্ট্রি অব সেক্স', কী কাজ করবে এই মন্ত্রক?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Nov 12, 2024 | 2:27 PM

মস্কো: তৈরি হচ্ছে নতুন মন্ত্রক। নাম মিনিস্ট্রি অব সেক্স বা যৌনতা মন্ত্রক। একটুও মিথ্যে নয়, সত্যিই এই নামে মন্ত্রক তৈরি হচ্ছে। আর নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এই মন্ত্রকের কাজ কী হতে চলেছে? তবু একটু খোলসা করে বলা যাক।

মিনিস্ট্রি অব সেক্স বা যৌনতা মন্ত্রক তৈরি করছে পুতিন সরকার। কেন হঠাৎ যৌনতা নিয়ে মাথাব্যথা শুরু হল রাশিয়ার প্রেসিডেন্টের? কারণ সে দেশে হু হু করে কমছে জন্মহার। জনসংখ্যা বাড়াতে এবং জনগণকে সন্তান ধারণে আগ্রহী করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রাশিয়া সরকার। সম্প্রতিই রাশিয়ার প্রেসিডেন্ট অফিসেও যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেছেন, যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।

কেন হঠাৎ যৌনতা মন্ত্রকের প্রয়োজন পড়ল?

চরম সঙ্কটের মুখে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে বহু মানুষের, যাদের যুদ্ধে পাঠানো হয়েছিল, তাদের মৃত্যু হয়েছে। ফলে দেশের জনসংখ্যা কমে গিয়েছে অনেকটাই। সঙ্কটের মুখে দেশের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা। সেই কারণেই এই মন্ত্রকের ভাবনা রাশিয়ার, যারা কীভাবে দেশের জন্মহার বাড়ানো যায়, সেই লক্ষ্যে কাজ করবে।

জানা গিয়েছে, পুতিন ঘনিষ্ঠ এবং রাশিয়ার পরিবার সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিনা ওস্টানিনা যৌনতা মন্ত্রক গঠনের প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন।

কী কী বলা হয়েছে প্রস্তাবে?

  • দেশের জন্মহার বাড়াতে রাত ১০টা থেকে ২টো পর্যন্ত ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ভাবনা হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে, মন এদিক-ওদিক যাবে না। দম্পতিরা ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পাবেন।
  • যুব প্রজন্ম যাতে মেলামেশা করার সুযোগ পায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তার জন্য প্রথম ডেটে সরকার ৫০০০ রুবেল (রাশিয়ার মুদ্রা) দিতে পারে।
  • এছাড়া সরকারের পরিকল্পনা রয়েছে হানিমুন হোটেল তৈরি করার। জনগণের টাকাতেই এই হোটেল তৈরি হবে, যেখানে যুগলরা ঘনিষ্ঠ সময় কাটাতে যাবে।
  • দম্পতি ও যুগলরা যাতে তাড়াতাড়ি পরিবার পরিকল্পনা শুরু করে, তার জন্য সরকারের তরফে ইনসেনটিভের মতো অর্থ সাহায্যও করা হতে পারে।
  • যে সকল মহিলারা বাড়িতে থেকে সন্তান পালন ও সংসার চালান, তাদের জন্য মাসিক ভাতা চালু করারও পরিকল্পনা রয়েছে।