Russia-Ukraine Conflict: কিয়েভের কাছে উড়ছিল রুশ হেলিকপ্টার, পাল্টা আক্রমণ ইউক্রেনের, দেখুন রোমহর্ষক ভিডিয়ো
Russia-Ukraine Conflict: ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে বারবার প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। শুধু প্রতিরোধ না বলে একে গণপ্রতিরোধ বলাই ভাল।
ইউক্রেনে রাশিয়ার হামলা (Russia-Ukraine Conflict) প্রায় ১০ দিন পড়ল। ইউক্রেনে আটকে থাকা অন্যান্য দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে মস্কো। তবে এখানেই যুদ্ধের ইতি কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে বারবার প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। শুধু প্রতিরোধ না বলে একে গণপ্রতিরোধ বলাই ভাল। কারণ রাশিয়ার মত শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ ইউক্রেনবাসীকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। প্রেসিডেন্টের ডাকে সারা দিয়ে অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি বোতল বোমা বা মলোটভ ককটেল দিয়ে রুশ বাহিনীকে প্রাণপণ রোখার চেষ্টা করে চলেছে ইউক্রেন। তাই সামরিক শক্তিতে অনেক এগিয়ে থেকেও এখনও রাজধানী কিয়েভ অধরাই থেকে গিয়েছে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)।
রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই হঠাৎ করে সামনে এসেছে মারাত্মক ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখে অনেকের চোখই কপালে উঠেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে উড়ন্ত এক হেলিকপ্টারের ওপর হঠাৎ করেই গোলাবর্ষণ করা হচ্ছে। পড়ে জানতে পারা গিয়েছে ওটি আসলে রাশিয়ার হেলিকপ্টার। কিয়েভের খুব কাছেই উড়ে বেড়াচ্ছিল ওই হেলিকপ্টার। হঠাৎ করেই ওই রুশ হেলিকপ্টারের ওপর হানা দেয় ইউক্রেন সেনার হেলিকপ্টার। ইউক্রেন বাহিনীর গোলাবর্ষণে ওই রুশ হেলিকপ্টার নামতে বাধ্য হয়। এখন রাশিয়া-ইউক্রেন লড়াই কবে থামবে, সে দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
আরও পড়ুন UP Assembly Election: শেষ দফার ভোটের আগে ধাক্কা! অখিলেশের হাত ধরলেন বিজেপি সাংসদের পুত্র