AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Election: শেষ দফার ভোটের আগে ধাক্কা! অখিলেশের হাত ধরলেন বিজেপি সাংসদের পুত্র

election 2022: কংগ্রেস থেকে বিজেপিতে আসা রীতা বহুগুণা যোশী ২০১৭ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সপার তৎকালীন প্রার্থী অপর্ণা যাদবকে পরাজতি করেন।

UP Assembly Election: শেষ দফার ভোটের আগে ধাক্কা! অখিলেশের হাত ধরলেন বিজেপি সাংসদের পুত্র
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 6:33 PM
Share

লখনউ: ইতিমধ্যেই উত্তর প্রদেশে ছ’দফার নির্বাচন (Uttar Pradesh Assembly Election) শেষ হয়ে গিয়েছে। নির্বাচন শুরু আগেই বিজেপি ছেড়ে যোগী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়করা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের হাত ধরেছিলেন। অখিলেশ জানিয়েছিলেন, বিজেপি থেকে অনেকেই সমাজবাদী পার্টিতে যোগ দিতে চাইলেও এখনই আর কাউকে নেওয়া হবে না। আগামী মঙ্গলবার উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন। তার আগেই গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে অখিলেশের হাত ধরলেন বিজেপি সাংসদের পুত্র। শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টির হাত ধরলেন বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশীর পুত্র ময়ঙ্ক যোশী (Mayank Joshi)। আজ়মগঢ়ের নির্বাচনী সভা থেকে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ স্বয়ং এই ঘোষণা করেছেন। ‘বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশীর (Rita Bahuguna Joshi) পুত্র ময়ঙ্ক যোশী আজ সমাজবাদী পার্টিতে যোগ দিলেন’, বলেন অখিলেশ।

রাজনৈতিক মহলের মতে বিজেপি সাংসদ পুত্রের এই পদক্ষেপ খানিক প্রত্যাশিত ছিল। নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময়ই ছেলের প্রার্থীপদ চেয়ে মুখ খুলেছেন রীতা। লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে ছেলের টিকিটের বিনিময়ে সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন বিজেপি সাংসদ। কিন্তু দল রীতার দাবিতে শীলমোহর দেয়নি। টিকিন না পাওয়ার পর বিজেপি সাংসদ জানিয়েছিলেন, “ময়ঙ্ক দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।” তবে সেই সময়ে মনে করা হয়েছিল, বিজেপির এই সিদ্ধান্তে খুশি নয় রীতা ও তার পুত্র। সেই সময়ে দলবদলের জল্পনা জোরাল হয়েছিল।

কংগ্রেস থেকে বিজেপিতে আসা রীতা বহুগুণা যোশী ২০১৭ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সপার তৎকালীন প্রার্থী অপর্ণা যাদবকে পরাজতি করেন। অপর্ণা যাদব সম্পর্কে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট পুত্র। চলতি বছরের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সপা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অপর্ণা যাদব। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছিল দেশের সবথেকে বড় রাজ্য মোট ৭ দফায় নির্বাচন হবে। মার্চের ৭ মার্চ উত্তর প্রদেশে শেষদফার নির্বাচন। ১০ মার্চ উত্তর প্রদেশ সহ বাকি পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা।

আরও পড়ুন TV9 Explained on No-fly Zone: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘নাটের গুরু’ ন্যাটো, তবু কেন ‘নো-ফ্লাই জ়োন’ আরোপ করল না ইউক্রেনের ওপর?