‘ভ্যাকসিন চাই, দিতেই হবে’, উত্তাল আন্দোলনে যৌনকর্মীরা

সুমন মহাপাত্র | Edited By: arunava roy

Apr 07, 2021 | 6:00 PM

১ সপ্তাহের জন্য ধরনায় বসেছেন যৌনকর্মীরা।

ভ্যাকসিন চাই, দিতেই হবে, উত্তাল আন্দোলনে যৌনকর্মীরা
ফাইল চিত্র

Follow Us

রিও: করোনা (COVID) সংক্রমণে বিধ্বস্ত গোটা বিশ্ব। ভারত তো বটেই আরও একাধিক দেশ ভাসছে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে। তবে এখন বিশ্বের একাধিক দেশের হাতে রয়েছে মারণ ভাইরাসকে রোখার অস্ত্র। বিভিন্ন দেশে জোর কদমে চলছে করোনা টিকাকরণ। বেশির ভাগ দেশেই করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রথম সারির যোদ্ধাদের। ভারতে প্রথম সারিদের পাশাপাশি এখন করোনা টিকা পাচ্ছেন ৪৫-ঊর্ধ্ব প্রত্যেকে। এমতাবস্থায় করোনা টিকা পাওয়ার দাবি করে রাস্তায় নামলেন যৌনকর্মীরা।

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের  শহর বেলো হরিজেন্টে করোনা টিকার দাবি করে ১ সপ্তাহের জন্য ধরনায় বসেছেন যৌনকর্মীরা। তাঁদের দাবি প্রথম সারির যোদ্ধার তকমা দিয়ে যৌনকর্মীদের করোনা ভাইরাস প্রাপকের তালিকায় সংযুক্ত করতে হবে। করোনা মহামারীর সময় কার্যত আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল যৌনকর্মীদের। পরবর্তীকালে লকডাউন উঠলেও সেভাবে আয়ের রাস্তা খোলেনি যৌনকর্মীদের।

আন্দোলন-ধরনায় সামিল হয়ে যৌনকর্মীদের সংগঠনের চেয়ারপার্সন সিদা ভিয়েরার দাবি, “আমরা প্রথম সারিতে দাঁড়িয়ে আছি। আমরাও প্রথম সারির যোদ্ধা। অর্থনীতি সচল রেখেছি। ঝুঁকি আমরাও নিচ্ছি।” ধরনায় বসে সিদা ভিয়েরা জানান, যেহেতু যৌনকর্মীরা রোজ অনেকের সংস্পর্শে আসেন তাই তাঁদের দ্রুত টিকা দেওয়া উচিত। ইতিমধ্যে ব্রাজিল সরকার সে দেশের স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও প্রবীণদের ভ্যাকসিন প্রাপকদের তালিকায় সংযুক্ত করেছে। তাই এই দাবি যৌনকর্মীদের। উল্লেখ্য, ব্রাজিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লক্ষ ৬ হাজার ৫৮ জন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩৬৪ জন।

আরও পড়ুন: কুকুর-বিড়ালের করোনা সংক্রমণের জন্য দায়ী মানুষই, সিলমোহর হু-র

Next Article