AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Update: দীপু দাসের কায়দায় বাংলাদেশে আবারও এক হিন্দুকে ‘জীবন্ত জ্বালিয়ে’ হত্যার চেষ্টা

Bangladesh Update News: এদিন অটো রিকশা চেপে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই রিকশা থামিয়ে, ঘাড় ধরে বের করে হয় তাঁকে। এরপর চলে মারধর। কুপিয়ে খুনের চেষ্টা করা হয় তাঁকে। এরপর মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই সময় নিজের প্রাণ বাঁচাতে সরাসরি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন খোকন। তাঁর চিৎকারেই আশপাশের এলাকার মানুষজন ছুটে আসে। হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয় খোকন চন্দ্র দাসকে।

Bangladesh Update: দীপু দাসের কায়দায় বাংলাদেশে আবারও এক হিন্দুকে 'জীবন্ত জ্বালিয়ে' হত্যার চেষ্টা
দীপু দাস (ফাইল ছবি)Image Credit: X
| Updated on: Jan 01, 2026 | 5:51 PM
Share

ঢাকা: প্রথম কুপিয়ে খুনের চেষ্টা। কিন্তু প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চোখে, মুখে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় এক ব্যক্তিকে। বাংলাদেশে আবার দীপু দাসের কায়দায় আরও এক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার চেষ্টা। যা ঘিরে ছড়াল চাঞ্চল্য। ঘটনা ঢাকার শরিয়তপুরের ডামুড্যার।

জখম ব্যক্তির নাম খোকন চন্দ্র দাস। ডামুড্য়া এলাকার বাসিন্দা তিনি। পেশায় ব্যবসায়ী। কেউরভাঙা বাজারে একটি ওষুধ এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবসা রয়েছে তাঁর। বুধবার রাত সাড়ের ৯টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতোই বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে সারাদিনের বিক্রির টাকা। সেই সময় ডামুড্যা-শরিয়তপুর সড়কে কেউরভাঙা বাজারের অদূরে দুর্বৃত্তরা আটকায় তাঁকে।

এদিন অটো রিকশা চেপে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই রিকশা থামিয়ে, ঘাড় ধরে বের করা হয় তাঁকে। এরপর চলে মারধর। কুপিয়ে খুনের চেষ্টাও করা হয় তাঁকে। এমনকি, মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতেও হাত কাঁপে না দুর্বৃত্তদের। সেই সময় নিজের প্রাণ বাঁচাতে সরাসরি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন খোকন। তাঁর চিৎকারেই আশপাশের এলাকার মানুষজন ছুটে আসে। হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয় খোকন চন্দ্র দাসকে। রাত ১০টার দিকে শরিতপুর হাসপাতালে ভর্তি করা হয় খোকনকে। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, খোকন দাসের স্ত্রী সীমা দাস জানিয়েছেন, ‘উনি হামলাকারীদের চিনতে পেরে গিয়েছিলেন। যার কারণে তারা তাঁকে হত্যার উদ্দেশে কুপিয়েছে, তারপর মাথায় ও মুখে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু এলাকায় তো আমাদের কোনও শত্রু নেই। তারপরেও এমনটা কেন হল?’ এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা গেলেও গ্রেফতার করা যায়নি। এদিন ডামুড্যা ভারপ্রাপ্ত ওসি মহম্মদ রবিউল হক জানিয়েছেন, ‘হামলাকারীদের মধ্যে দু’জনের নাম জানা গিয়েছে। রাব্বি ও সোহাগ। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে। আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে।’