বাংলাদেশ: গত অগস্ট মাসে একটানা আন্দোলনের পর গদি ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি ভারতে চলে আসেন তিনি। তারপর থেকেই বাংলাদেশের পরিস্থিতি বদলাতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি যে কতটা অশান্ত তা সবারই জানা। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে ইউনূসের পরিকল্পনার কথা শোনা গেল শেখ হাসিনার মুখে।
আমেরিকায় আওয়ামি লীগের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। লন্ডনের পর আমেরিকা, পরপর দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে শোনা গেল তাঁকে। সেই আমেরিকার সভায় হাসিনা বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলন নয় সবটাই আসলে ইউনূসের চক্রান্তের ফল।”
হাসিনার দাবি, তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে ছিল ইউনূসের প্ল্যান A , প্ল্যান B , প্ল্যান C। তাঁর বক্তব্যের সপক্ষে হাসিনা জানান, রাষ্ট্রপুঞ্জের সভায় গিয়ে বিল ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ক্লিনটনকে নিজেই সে কথা বলেছেন ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলন নয়, পট পরিবর্তনের সবটাই ইউনূসের নিজের মস্তিষ্ক প্রসূত বলেই অভিযোগ হাসিনার।
হাসিনা বলেন, “চরম চক্রান্ত শুরু হয় আমার বিরুদ্ধে। এর আগেও আমাকে সরানোর চেষ্টা হয়। সেটা ব্যর্থ হয়। এটা সবটাই ইউনূসের ডিজাইন করা।” তাঁর বক্তব্য, ছাত্রদের আন্দোলনের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চলে। আর সেই আন্দোলনে ছিল না কোনও নেতা। কীভাবে আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয়, সে কথাও উল্লেখ করেন হাসিনা।