AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: রবিবার বড় বার্তা দেবেন শেখ হাসিনা, এবার কি ঘরে ফিরবেন?

Sheikh Hasina: বিবিসি সূত্রে খবর রবিবার ব্রিটেনে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন মুজিব কন্যা।

Sheikh Hasina: রবিবার বড় বার্তা দেবেন শেখ হাসিনা, এবার কি ঘরে ফিরবেন?
বড় চমক দেবেন হাসিনা? Image Credit: SOPA Images
| Updated on: Dec 06, 2024 | 2:47 PM
Share

ঢাকা: বনবাস কাটিয়ে যেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন শেখ মুজিবর কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের দল আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে আগামী রবিবার যোগ দিতে চলেছেন শেখ হাসিনা।

৮ ডিসেম্বর, লন্ডনে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন হাসিনা। বিবিসি সূত্রে খবর রবিবার ব্রিটেনে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন মুজিব কন্যা।

সেখানেই আওয়ামী লীগের কর্মী সমর্থদের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা। সূত্রের খবর আগামী দিনে বাংলাদেশে কোন পথে চলবে আওয়ামী লীগ দল, সেই নিয়েও কথা বক্তব্য রাখবেন হাসিনা। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার রূপরেখাও গড়ে দিতে পারেন তিনি। এমনকি দলের আগামী কর্মসূচি নিয়েও বার্তা দেবন তিনি।

শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছে আওয়ামী লীগের নেতা থেকে কর্মী সমর্থকেরাও। সূত্র মারফত জানা গিয়েছে সেই সম্বন্ধেও বক্তব্য রাখবেন হাসিনা।

প্রসঙ্গত, সম্প্রতি আরও দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা। ইউরোপের দেশেই ছিল সেই সব কর্মসূচী। গত সপ্তাহে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ বলেও চিহ্নিত করেন তিনি। তারপরেই হাসিনার কন্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), হাসিনার মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ উল্লেখ করে সমাজমাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে খানিকটা ‘ব্যাকফুটে’ রয়েছে ইউনূস সরকার। বিশেষ করে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ইউনূস সরকারের উপর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সেই সুযোগকে কাজে লাগিয়েই আরও একবার পদ্মাপাড়ের রাজনীতির ময়দানে নিজের জমি শক্ত করতে চাইছেন হাসিনা।