
ঢাকা: সকাল থেকেই থমথমে ঢাকা। খাঁ খাঁ করছে রাস্তাঘাট। প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়েই দাঁড়িয়ে পুলিশ-সেনা। রাতভর মশাল মিছিল, স্লোগান, উত্তেজনার পর এখন চাপা উত্তেজনা ওপার বাংলায়। বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ একটা দিন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল, সেই মামলার রায়দান কবে হবে, তা ঘোষণা হবে আজ।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ, ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায়দানের তারিখ ঘোষণা করবে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম রয়েছে এই মামলায়। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন।
**SPOTLIGHT ON DHAKA** 🇧🇩
Widespread demonstrations have erupted across Bangladesh’s capital.
Citizens are taking to the streets, voicing powerful opposition against the Yunus regime. 📢 pic.twitter.com/woWVCNs2Zt
— A Quiet Analyst (@AQuietAnalyst) November 13, 2025
গতকাল ঢাকার বিভিন্ন রাস্তায় ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আওয়ামী লিগের সদস্য ও সমর্থকরাই ইউনূস সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি।
এদিকে, হাসিনার বিরুদ্ধে মামলায় রায়দানকে কেন্দ্র করে ঢাকা লকডাউন করার ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লিগ। তারা রাজধানীতে বড় অশান্তি সৃষ্টি করতে পারে, এই আশঙ্কায় সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন। এমনকী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-কেও মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর টহল। মোট ১৭ হাজার পুলিশ, সেনা মোতায়েন করা হয়েছে।
🚨🚨 Massive protests going on in Dhaka against the Yunus administration, multiple explosions reported. pic.twitter.com/RjOqCfiUte
— Naren Mukherjee (@NMukherjee6) November 13, 2025
গতকাল রাতেও ঢাকার প্রবেশের প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হয়েছে। বিভিন্ন হোটেল ও মেসেও তল্লাশি চালানো হয়েছে। বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যান চলাচল। আওয়ামী লিগ অশান্তি করতে পারে, এই আশঙ্কায় ঢাকার পাশাপাশি গাজিপুর ও নারায়ণগঞ্জেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার বিভিন্ন প্রান্তে ক্রুড বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।