Bangladesh: ‘যেখানে গরুর মাংস বিক্রি হয় না সেইটাই হিন্দু হোটেল’, এবার ভাতে মারার প্ল্যান মৌলবাদীদের
Bangladesh: হিন্দু হোটেলগুলিতে যাতে কেউ না যায়, তার জন্য তৈরি করা হয়েছে পোস্টার। সাধারণ জনগণকে অবগত করার জন্য বিভিন্ন জায়গায় সেই পোস্টার সাঁটানো হয়েছে। শুধু তাই নয়, কীভাবে হিন্দু হোটেল চেনা যাবে সেই পোস্টারে সে কথাও বলা হয়েছে।
কোচবিহার: প্রতিদিন যেন নিত্যনতুন ছক কষা হচ্ছে। আর এই ছক কষছে কট্টরপন্থীরা। কীভাবে সংখ্য়ালঘুদের হেনস্থা, নিগ্রহ করা যায় প্রতিনিয়ত যেন সেই চেষ্টাই হয়ে চলেছে বাংলাদেশে। এর আগে সে দেশে কখনও হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, কখনও মহিলাদের উপর ফতোয়া জারির অভিযোগ উঠছিল। যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের। আর এবার হিন্দুদের কার্যত ভাতে মারার ছক মৌলবাদীদের। ঢাকায় শুরু হয়েছে হিন্দুদের তৈরি হোটেল বর্জনের ডাক।
হিন্দু হোটেলগুলিতে যাতে কেউ না যায়, তার জন্য তৈরি করা হয়েছে পোস্টার। সাধারণ জনগণকে অবগত করার জন্য বিভিন্ন জায়গায় সেই পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে লেখা,’নো বীফ খাবার হোটেল বর্জন’। শুধু তাই নয়, কীভাবে হিন্দু হোটেল চেনা যাবে সেই পোস্টারে সে কথাও বলা হয়েছে।
কট্টরপন্থীরা প্রচার করছে, যে হোটেলে গরুর মাংস বিক্রি হয় না সেটাই হিন্দুদের হোটেল । আর সেই হোটেল বর্জন করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, হিন্দুদের বিচ্ছিন্ন করে দেবার জন্যে এসব চাল দিচ্ছেন কট্টরপন্থীরা। আর এসব দেখেও কার্যত না দেখার ভান করে আছে ইউনিসের প্রশাসন। মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বললেও কাকে একেবারে উল্টো পথ নিয়েছে সেই প্রশাসন।