
ঢাকা: বাংলাদেশে আবার বড় কিছু হতে চলেছে? জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের সেনার অন্দরে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বড় মোড়। বাংলাদেশের সেনার ৫ আধিকারিককে গৃহবন্দি করে রাখা হয়েছে, এমনটাই সূত্রের খবর।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যখন রাশিয়া সফরে রয়েছেন, সেই সময়ই ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়েছে ৫ সেনাকর্তাকে গৃহবন্দি করে রাখার খবর। সূত্রের খবর, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে যখন ছাত্র গণআন্দোলন চলছিল, সেই সময় এই ৫ সেনা কর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই তাদের ঢাকা ক্যান্টনমেন্টে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ৫ সেনাকর্তার মধ্যে ২ জন ব্রিগেডিয়ার, ১ জন কর্নেল, ১ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর রয়েছেন। তবে অন্তর্বর্তী সরকার তাদের পরিচয় সামনে আনেনি। তবে সূত্রের খবর, ইনফ্যানট্রি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল, র্যাবের এক কর্নেল এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর গৃহবন্দি রয়েছেন। এরা সকলেই হাসিনা ঘনিষ্ঠ ছিলেন।
জানা গিয়েছে, গত ৫ এপ্রিলের পর থেকে ওই ৫ সেনাকর্তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাই তাদের উপরে নজর রাখা হচ্ছে। আপাতত তাদের কাজে যোগ দেওয়াও বারণ। ৫ সেনাকর্তাই দেশ ছেড়ে যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই ৫ সেনাকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেনারেল ওয়াকার-উজ-জামানও এই পদক্ষেপে সম্মতি দিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে সেনা প্রধান রাজি ছিলেন না বিনা প্রমাণেই পদক্ষেপ করতে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইবুনাল অবধি বিষয়টি গড়াতেই তিনি সম্মতি দেন।