Masood Azhar: ভারত ব্যথা দিয়েছে, তাই মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা দিচ্ছে পাকিস্তান সরকার!

Pakistan: মাসুদ আজহার এই হানায় রক্ষা পেলেও, তাঁর স্ত্রী, ভাইপো, ভাইঝি, পাঁচ সন্তান, বড় দিদি ও তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।  নিহত হয়েছে মাসুদ ঘনিষ্ঠ চার জঙ্গি নেতাও।

Masood Azhar: ভারত ব্যথা দিয়েছে, তাই মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা দিচ্ছে পাকিস্তান সরকার!
মাসুদ আজহার।Image Credit source: Getty Image

|

May 14, 2025 | 7:31 PM

ইসলামাবাদ: জঙ্গিদের লালন-পালন করে পাকিস্তান। এই দাবি বারবার করেছে ভারত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তা অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক যে কতটা গভীর, তার প্রমাণ এবার মিলল হাতেনাতে। মাসুদ আজহারকে ফের জঙ্গি ঘাঁটি বানানোর জন্য টাকা দিচ্ছে পাকিস্তান!

জানা গিয়েছে, পাকিস্তানের শেহবাজ শরিফের সরকার ‘অপারেশন সিঁদুরে’ নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে। যারা আহত, তাদের ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। বিমান হানায়  ধ্বংস হয়ে যাওয়া আবাসন পুনর্গঠনের জন্যও আলাদাভাবে কোটি কোটি টাকা দেওয়া হবে।

অপারেশন সিঁদুরে ভারত যে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, তার মধ্যে জইশ-ই-মহম্মদের সদর দফতরও ছিল। মাসুদ আজহার এই হানায় রক্ষা পেলেও, তাঁর স্ত্রী, ভাইপো, ভাইঝি, পাঁচ সন্তান, বড় দিদি ও তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।  নিহত হয়েছে মাসুদ ঘনিষ্ঠ চার জঙ্গি নেতাও।

যদিও পাক সরকারের দাবি, এরা সকলেই সাধারণ নাগরিক। তাদের জন্যই এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হবে। শোনা যাচ্ছে, ক্ষতিপূরণ পাবেন মাসুদ আজহারও। তাঁর পরিবারের ১৪ জন সদস্যের মৃত্যু হওয়ায়, ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি ফের জঙ্গি ঘাঁটি তৈরি করার জন্যও আলাদাভাবে কোটি কোটি টাকা পাবেন মাসুদ আজহার।