AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে ছড়িয়ে পড়া ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক, দাবি বিজ্ঞানীদের

প্রধান গবেষক নেতেসভের দাবি, করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী স্পুটনিক। আর ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরিতা ৯০ শতাংশ।

ভারতে ছড়িয়ে পড়া ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক, দাবি বিজ্ঞানীদের
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 1:54 PM
Share

মস্কো: সারা বিশ্বের কাছে এখন নতুন আতঙ্ক করোনার (COVID 19) ডেল্টা ভ্যারিয়েন্ট। গত অক্টোবর মাস থেকে ভারতে ছড়িয়ে পড়া এই স্ট্রেনে আতঙ্কের শেষ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই স্ট্রেন নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে। এ বার প্রশ্ন উঠছিল আদৌ কি ভ্যাকসিন রুখতে পারবে এই ডেল্টা স্ট্রেনকে? রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস এর গবেষণা বলছে করোনার ডেল্টা স্ট্রেনকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিহত করতে পারে স্পুটনিক ভি।

প্রধান গবেষক নেতেসভের দাবি, করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী স্পুটনিক। আর ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরিতা ৯০ শতাংশ। দেশে অনুমোদিত প্রতিষেধকগুলির মধ্যে অন্যতম স্পুটনিক। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে জোর কদমে চলছে রাশিয়ার এই প্রতিষেধকের টিকাকরণ। এর আগে ডেল্টার বিরুদ্ধে কার্যকরিতার প্রমাণ মিলেছে মডার্নার। সংস্থার দাবি, তাদের প্রতিষেধকে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে উঠছে। সংস্থা এরপর বিবৃতিতে জানিয়েছে করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কাজ করছে মডার্না।

দেশীয় করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনেরও ডেল্টার বিরুদ্ধে কার্যকরিতার প্রমাণ মিলেছে। ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কাজ করছে তাদের ভ্যাকসিন। কোভিশিল্ডেও ডেল্টা প্রতিরোধের প্রমাণ মিলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের গবেষণা জানিয়েছে, কোভিশিল্ডের ২ ডোজ়ে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৪ শতাংশ দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

আরও পড়ুন: সেরে উঠলেও থেকে যাচ্ছে ‘লং কোভিড’, উদ্বেগজনক রিপোর্ট গবেষণায়