ভারতে এখনও বুস্টার ডোজ় চালু না হলেও বিশ্বের একাধিক দেশে বুস্টার ডোজ় প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। একাধিক দেশে ভ্যাকসিন মিক্সিং পদ্ধতিও অনুসরণ করা হচ্ছে, যেখানে প্রথম দুটি ডোজ় এক সংস্থার হলেও বুস্টার ডোজ় হিসাবে অপর কোনও সংস্থার করোনা টিকা দেওয়া হচ্ছে।
আমেরিকায় অনেকেই জনসন অ্যান্ড জনসনের একক ডোজ়ের করোনা টিকা পেয়েছেন। টিকা উৎপাদক সংস্থার তরফে জানানো হয়েছে, শীঘ্রই তারা বুস্টার ডোজ়ও নিয়ে আসছেন। তবে সমস্ত টিকা প্রাপ্তদের বুস্টার ডোজ় হিসাবে আগের সংস্থার টিকা দেওয়া জটিল হওয়ায় এক্ষেত্রে ভ্যাকসিন মিক্সিং পদ্ধতি বিশেষ সাহায্য করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে ইউরোপের একাধিক দেশে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেওয়ার পর রক্ত জমাট বাধার সমস্যা দেখা দেওয়ায় সেখানে ওই টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ় হিসাবে অন্য় কোনও সংস্থার টিকাই দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Norway Attack: সন্ধের আড্ডা সবে জমেছিল, আচমকাই তীর ধনুক হাতে হাজির অচেনা একজন! হামলায় মৃত ৫