
সুইজারল্যান্ডের ২০ বছরের এক যুবক। বিছানায় শুয়ে হস্তমৈথুন করছিলেন। তা থেকেই বিপত্তি হতে পারে কল্পনাও করতে পারেননি তিনি। এক ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইনডিপেন্টেড জানিয়েছে, হস্তমৈথুনের সময় ওই যুবকের ফুসফুসে সমস্যা দেখা যায়। তারপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হস্তমৈথুনের সময় ফুসফুসের সমস্যা হতে এরকম ঘটনা নজিরবিহীন। এর জেরে তাঁকে ভর্তি হতে হল আইসিইউতেও।
বিছানায় শুয়ে হস্তমৈথুন করছিলেন ওই সুইস যুবক। সেই সময়ই হঠাৎ করে বুকে ভীষণ চাপ অনুভব করেন। এর সঙ্গে শ্বাসকষ্ট বোধ করেন। তারপরই সেই যুবক স্থানীয় এক হাসপাতালের এমার্জেন্সিতে যান। ডাক্তারার তাঁকে পরীক্ষা করে জানায় রোগীর মুখ ফুলে গিয়েছিল। এবং তাঁর মৃদু অ্যাস্থমার ধরা পড়ে। ওই যুবকের শ্বাস নেওয়ার সময় অস্বাভাবিক আওয়াজও হতে থাকে।
ওই যুবকের বুকের এক্স-রে করানো হয়। তাতে দেখা যায় তাঁর ফুসফুসের একটি বিরল অবস্থা ধরা পড়েছে। যা হল নিউমোমেডিয়াস্টিনাম (pneumomediastinum)। শ্বাসের সমস্যা জনিত একটি বিরল রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসের সমস্যা হয়। এই রোগে শ্বাসযন্ত্রের মধ্য়ে দিয়ে বায়ু চলাচলের সময় শ্বাসযন্ত্রে না গিয়ে বুকে দুটি ফুসফুসের মধ্যবর্তী জায়গায় চলে যায়। ডাক্তার জানিয়েছে, ওই যুবকের ফুসফুসের অনেকটা ক্ষতি হয়েছে। তাঁর হাই ডোজ়ের অক্সিজেনেরও দরকার পড়েছে। এই কারণে আইসিইউ-তে ভর্তিও থাকতে হয়েছে তাঁকে।
চিকিৎসকদের মতে, ফুসফুস বা ইসোফেগাসে কোনও আঘাতের কারণে নিউমোমেডিয়াস্টিনাম হতে পারে। এছাড়া বুকের খাঁজের মধ্যে আচমকা চাপ বাড়়লে ফুসফুসের নির্দিষ্ট কিছু ঝিল্লি পর্দা ছিঁড়ে যেতে পারে। যার ফলে বায়ু লিক করতে পারে। কম বয়সি ব্যক্তিদের মধ্য়ে এই ধরনের রোগ বেশি দেখা যায়। তীব্র অ্যাস্থমা অ্যাটাক, কঠোর শরীরচর্চা বা বারবার বমির ফলেও এই অবস্থা দেখা দিতে পারে। কিন্তু এই যুবকের এসব কিছুই ঘটেনি। হস্তমৈথুনের সময় এরকম ঘটনা ঘটে যুবকের সঙ্গে।
আরও পড়ুন : Missiles Attack in Lviv : ইউক্রেনে বাড়ছে রুশ আক্রমণের তীব্রতা, একযোগে ৫ ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠল লিভিভ