Missiles Attack in Lviv : ইউক্রেনে বাড়ছে রুশ আক্রমণের তীব্রতা, একযোগে ৫ ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠল লিভিভ
গতকালই ফের শহরে থাকা ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্ণের কথা জানায় পুতিন বাহিনী। যদিও রুশ সেনার দাবি তৎক্ষণাৎ থারিজ করে দেয় ইউক্রেনীয় সেনা বাহিনী। তাদের সাফ দাবি, 'প্রাণ থাকতে আত্মসমর্পন নয়'

লিভিভ : প্রায় দু’মাস হতে চলল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে রাশিয়া (Russia-Ukraine war)। কিন্তু দিন যত এগোচ্ছে ততই বাড়ছে পুতিনের (Russian President Vladimir Putin) আগ্রাসন। বিশ্বজোড়া সমালোচনার মুখে পড়েও যুদ্ধ থামানোর কোনও লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না। এরইমাঝে এবার লিভিভে ফের বড়সড় ক্ষেপণাস্ত্র হানা চালাল রাশিয়া। সোমবার আচমকা শহরের বুকে আছড়ে পড়ে রুশ সেনার ৫টি ক্ষেপণাস্ত্র (5 missiles of Russian Army)। তাতেই ছারখার হয়ে যায় বিস্তৃর্ণ এলাকা। ফেসবুকে এই হামলার কথা নিশ্চিত করেছেন লিভিভের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সবথেকে বেশি আক্রমণের রাস্তায় হাঁটছে রাশিয়া। জলপথ, স্থলপথের পাশাপাশি আকাশপথেও চলছে লাগাতার আক্রমণ। লিভিভে হামলার কড়া নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(President of Ukraine Volodymyr Zelensky)। তাঁর সাফ দাবি, দেশের যে সমস্ত অঞ্চলগুলির দখল রেখেছে রুশ সেনা তার বেশিরভাগ জায়গাতেই সাধারণ মানুষের উপর পাশবিক নির্যাতন করা হচ্ছে। অপহরণও করা হয়েছে বহু মানুষকে। এমনকী যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে রুশ সেনার বিরুদ্ধে।
ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিভ-সহ সংলগ্ন বেশ কয়েকটি শহরেও গত কয়েক দিনে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। সেসব জায়গায় ক্ষেপণাস্ত্র হানায় কোনও বিরাম নেই। মারিউপোলেও চলছে লাগাতার হামলা। তবে শত চেষ্টা করেও ভৌগলিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিকে পুরোপুরি নিজেদের দখলে নিতে পারেনি রুশ সেনা। গতকালই শহরে থাকা ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্ণের কথা জানায় পুতিন বাহিনী। যদিও রুশ সেনার দাবি তৎক্ষণাৎ থারিজ করে দেয় ইউক্রেনীয় সেনা বাহিনী। তাদের সাফ দাবি, ‘প্রাণ থাকতে আত্মসমর্পণ নয়’। এদিকে এই শহরে ইউক্রেনীয় সেনার পাশাপাশি প্রতিরোধ গড়েছে মারিউপোলের সাধারণ মানুষও। সোমবার শহরের একটি ইস্পাত প্ল্যান্টে হামলা চালায় রুশ সেনা। জোরদার লড়াই চলছে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে। এই প্ল্যান্টটিই ইউক্রেনীয় সেনার শেষ প্রতিরোধ কেন্দ্র। কিন্তু তার মাঝেই এবার লিভিভে বড়সড় হামলার খবরে নতুন করে আতঙ্কের মেঘ দানা বেঁধেছে গোটা দেশেই।
এদিকে যুদ্ধ আবহে শনিবার পর্যন্ত শুধুমাত্র মারিউপোলেও দুই দেশের প্রায় ৪ হাজারের বেশি সেনা মারা গিয়েছে। অন্যদিকে কিয়েভের দাবি ৫৩ দিন ধরে চলা যুদ্ধে এখনও পর্যন্ত তাদের আড়াই থেকে তিন হাজারের বেশি সেনার প্রাণপাত হয়েছে। তবে আহত সেনার সংখ্যা লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনকে সামারিক ভাবে পঙ্গু করে দিতেই তারা যুদ্ধে ডাক দিয়েছে। সাধারণ মানুষের ক্ষতি তাদের উদ্দেশ্য নয়। সেই সঙ্গে ‘নাৎসি’ জেলেনস্কির উগ্র জাতীয়তাবাদী আদর্শের কোমর ভাঙাতেই সে দেশে অভিযান চালাচ্ছে রুশ সেনা। যদিও মুখে পুতিন যাই বলুন না কেন, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দুরাবস্থার কথা দেখছে সাড়া বিশ্বই। এমনকী আর ঠিক এই কারণেই পুতিনকে ‘যুদ্ধবাজ’ বলে তোপ দেগেছে পশ্চিমা দেশগুলি।
আরও পড়ুন- ‘২৫ বছরেই ঘুচবে বেকারত্বের জ্বালা,’ হনুমান জয়ন্তীতে নতুন দিশা মোদীর
