Syria: তলে তলেই বোনা হয়েছিল ষড়যন্ত্রের জাল, একটা ভুলেই কিচ্ছু টের পাননি আসাদ!

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 11, 2024 | 2:49 PM

Syria Crisis: সিরিয়ায় এই জি ভার্সেস জি খেলাটা দারুণ ভাবে খেটে গিয়েছে। আর খেটে গিয়েছে বলেই মাত্র সহজে, মাত্র কয়েকদিনের মধ্যে বাশার-আল-আসাদের মতো শক্তিশালী প্রেসিডেন্ট ক্ষমতা হারিয়ে রাশিয়ায় গা-ঢাকা দিতে বাধ্য হয়েছেন।

জি ভার্সেস জি। এই জি ভার্সেস জি ফ্যাক্টররাই বোধহয় আগামীদিনে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। ক্ষমতা দখলের সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনার, আমার, আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষের জীবনটা পালটে দেওয়ার মতো ফ্যাক্টর। জি ভার্সেস জি মানে গর্ভমেন্ট ভার্সেস গর্ভমেন্ট। মানে সরকারের মধ্যে একটা পাওয়ারফুল গ্রুপ তৈরির করে সরকারকে উত্‍খাত করা।

জি ভার্সেস জি ডিপ স্টেটের থেকেও বিপজ্জনক একটা কৌশল। সিরিয়ায় এই জি ভার্সেস জি খেলাটা দারুণ ভাবে খেটে গিয়েছে। আর খেটে গিয়েছে বলেই মাত্র সহজে, মাত্র কয়েকদিনের মধ্যে বাশার-আল-আসাদের মতো শক্তিশালী প্রেসিডেন্ট ক্ষমতা হারিয়ে রাশিয়ায় গা-ঢাকা দিতে বাধ্য হয়েছেন।

সিরিয়ার এক টপ ইনটেলিজেন্স অফিসারকে ইন্টারভিউ করে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, গত কয়েক মাসে গোটা প্রশাসনটাই এক এক করে আসাদের পাশ থেকে সরে গিয়েছিল। নিঃশব্দে এবং নজিরবিহীন গোপনীয়তায়। তাই আসাদ বা তাঁর ঘনিষ্ঠরা কেউই কিছু টের পায়নি। ওই মার্কিন সংবাদমাধ্যমের দাবি, আসাদ প্রশাসনের একাধিক টপ অফিসিয়াল একটাই লক্ষ্যে কাজ করছিলেন। আসাদের পাশ থেকে তাঁর প্রশাসন ও সেনাকেও সরিয়ে নিচ্ছিলেন। বহু বছর ধরেই আসাদ দেশের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন না। আমলা নির্ভর হয়েই প্রশাসন চালাতেন। এজন্যই এতবড় বদলটা তিনি ধরতেও পারেননি।