Knife Attack: সহপাঠী থেকে শিক্ষকদের উপর ছুরি-হামলা ছাত্রের, আহত ৫
Teenage student: স্কুলে ১৪ বছরের এক কিশোর ছাত্র ক্লাস শুরু হওয়ার পরই সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের উপর ছুরি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় ৩ শিক্ষক ও ২ ছাত্র জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছাত্রকে শনাক্ত করে এবং থানায় নিয়ে যায়। এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ থেকে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।
মাদ্রিদ: টিনেজদের মধ্যে বাড়ছে অপরাধ-প্রবণতা! এবার স্কুলের মধ্যে সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকাদের উপর ছুরি হামলা চালানোর অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। ওই ছুরি হামলায় জখম হয়েছেন ৫ জন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্পেনের (Spain) একটি স্কুলে।
পুলিশ জানায়, স্পেনের জেরেজ-ডা-লা ফ্রন্টিরায় একটি স্কুলে ১৪ বছরের এক কিশোর ছাত্র ক্লাস শুরু হওয়ার পরই সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের উপর ছুরি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় ৩ শিক্ষক ও ২ ছাত্র জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছাত্রকে শনাক্ত করে এবং থানায় নিয়ে যায়।
১৪ বছর বয়সি ওই ছাত্র স্কুলের মধ্যে কেন ছুরি-হামলা চালাল তা স্পষ্ট নয়। তবে বাকবিতণ্ডার জেরে রাগের বশেই সে একাজ করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানায়, সে (অভিযুক্ত ছাত্র) দুটো ছুরি দু-হাতে নিয়ে দৌড়চ্ছিল, মুখ দেখে মনে হচ্ছিল সকলকে কোপাতে চায়। ওই ছাত্রটি অল্পতেই রেগে যেত এবং সকলের সঙ্গে মারপিট করত বলেও স্কুল সূত্রে জানা গিয়েছে।
ছাত্রের ছুরি হামলায় আহতদের অবস্থা সম্পর্কে স্কুল বা পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রের ছুরি হামলায় এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁর চোখে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর চোখে অস্ত্রোপচারও হয়েছে।
এদিকে, স্কুলের মধ্যে ছাত্রের ছুরি-হামলার খবর প্রকাশ্যে আসতেই অভিভাবকেরা সেখানে ছুটে যান এবং স্কুলের গেটের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে স্কুলের মধ্যে ছাত্রের এভাবে ছুরি হামলার ঘটনা স্কুল কর্তৃপক্ষ থেকে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।