Theft Case: ‘আমি দুঃখিত’, লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে গৃহকর্ত্রীকে লিখে গেল চোর
Theft Case: এতসব জিনিসপত্র চুরি করে হয়ত বাড়ির মালিকের জন্য কিছুটা সহমর্মিতা জেগেছিল সেই চোরের। তাই একটি নোটও লিখে রেখে গিয়েছিল বাড়ির মালিকের জন্য। সংক্ষিপ্ত ওই নোটে লেখা ছিল, 'আমি দুঃখিত'।
ব্রিটেন: বাড়ির ভিতর ঢুকে হাতের কাছে যা যা পেয়েছে, হাতিয়ে নিয়ে পালিয়েছিল চোর (Theft Case)। একবার নয়, দুই-দুই বার একই বাড়িতে ঢুকে চুরি করেছে। সব মিলিয়ে প্রায় হাজার পাউন্ড মূল্যের সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছিল সে, ভারতীয় মুদ্রায় হিসেবটা ১ লাখ টাকারও উপরে। কিন্তু এতসব জিনিসপত্র চুরি করে হয়ত বাড়ির মালিকের জন্য কিছুটা সহমর্মিতা জেগেছিল সেই চোরের। তাই একটি নোটও লিখে রেখে গিয়েছিল বাড়ির মালিকের জন্য। সংক্ষিপ্ত ওই নোটে লেখা ছিল, ‘আমি দুঃখিত’। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের মেয়ারে। যদিও সেই দুঃখপ্রকাশ করে রেহাই পায়নি চোর। পুলিশের হাতে ধরা পড়ে। আদালতে বিচারও হয়। তারপর দোষী সাব্যস্ত হয়ে ১৫ মাসের জেলও হয় সেই চোরের।
জানা যাচ্ছে, যে মহিলার বাড়িতে এই চুরি হয়েছে, তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তিনি বাড়ি পাল্টাচ্ছিলেন। সেই কারণে, অনেক জিনিসপত্রই নতুন বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে। পুরনো বাড়ি থেকে অনেক জিনিসই নতুন বাড়িতে তিনি নিয়ে গিয়েছিলেন। পুরনো বাড়িটা তালাবন্ধই ছিল। আর সেই সুযোগেই প্রথমবার বাড়িতে ঢোকে চোর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পরের দিন বাড়িতে ফিরে মহিলা দেখেন ২০০ পাউন্ড নগদ অর্থ এবং ব্যাঙ্কের কার্ড খোয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। এই ঘটনাটি ঘটেছিল গত বছরের ১১ ডিসেম্বর।
তারপর ১৪ ডিসেম্বর মহিলার এক আত্মীয় ওই বাড়ির ভিতর থেকে একটি নোট খুঁজে পান। তাতে দেখা যায়, লেখা রয়েছে, ‘আমি দুঃখিত’। আর সেদিনই ওই মহিলার ফোনে একটি মেসেজ আসে। ব্যাঙ্কের ট্রানজাকশনের মেসেজ। ১১ পাউন্ডের কিছু বেশি অঙ্কের অর্থ তোলা হয়েছিল এবং আরও একটি ট্রানজাকশন পেন্ডিং পড়ে ছিল। পরবর্তী সময়ে মহিলা দেখতে পান, তাঁর বাড়ি থেকে একটি টিভি, একটি পিট বাইকও চুরি হয়েছে তাঁর বাড়ি থেকে। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।