Tornado: এক সপ্তাহের মধ্যে ফের টর্নেডো আছড়ে পড়ল টেক্সাসে, মৃত ৪
Texas: এক সপ্তাহের মধ্যে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।
টেক্সাস: এক সপ্তাহের মধ্যে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় (Tornado) আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস (Texas) শহরে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া তছনছ হয়ে গিয়েছে শহরের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। এমনকি প্রতিবেশী মাতাডোর শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছিল টেক্সাসে। এর মধ্যেই বুধবার রাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এক রাতের মধ্যেই টেক্সাসে আছড়ে পড়ে অন্তত ৪টি টর্নেডো। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। মাতাডোর শহরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলি বাড়ি ধসে পড়েছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে। গোটা ঘটনাটিকে ‘তাৎপর্যপূর্ণ ক্ষতি’ বলে উল্লেখ করেছে মার্কিন জাতীয় আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ফের দুর্যোগ ধেয়ে আসতে পারে, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে টেক্সাসের এমার্জেন্সি ম্যানেজমেন্ট শাখা।
প্রসঙ্গত, গত সপ্তাহেও উত্তর টেক্সাসে আছড়ে পড়েছিল টর্নেডো। সেই টর্নেডোর দাপটে মৃত্যু হয়েছিল ৩ জনের এবং গুরুতর আহত হয়েছিল প্রায় ১০০ জন। এছাড়া অনেকে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে ট্রমা সেন্টারে ভর্তি করতে হয়। এছাড়া বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক যানবাহনও।
প্রসঙ্গত, ইদানিংকালে টেক্সাসে টর্নেডোর ঘটনা অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। গত একবছরে একের পর এক টর্নেডোর আঘাতে তছনছ হয়ে পড়ে মধ্য ও উত্তর টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল। 841কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। বহু ঘর-বাড়ি, পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে।