কথা না বললেও বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প

সুমন মহাপাত্র |

Jan 20, 2021 | 9:13 PM

আমি তোমার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমি দেখব, শুনব। আমি প্রশাসনের সাফল্য কামনা করি।" ফ্লোরিডার যাওয়ার আগে একথাই বলে গেলেন ট্রাম্প।

কথা না বললেও বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প
ছবি- পিটিআই

Follow Us

ওয়াশিংটন: বাইডেনের জন্য চিঠি লিখে রেখে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে একটি বারও বাইডেনের (Joe Biden) নাম মুখে আনেননি ট্রাম্প। কিন্তু রেখে গেলেন চিঠি। “আমি তোমার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমি দেখব, শুনব। আমি প্রশাসনের সাফল্য কামনা করি।” ফ্লোরিডার যাওয়ার আগে একথাই বলে গেলেন ট্রাম্প।

কিন্তু সূত্রের দাবি বাইডেনের জন্য চিঠি রেখে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে আমেরিকাবাসীদের উদ্দেশে ট্রাম্প বলে গেলেন, ” অভূতপূর্ব ৪ বছর কেটেছে। আমি সারা জীবন আপনাদের জন্য যুদ্ধ করে যাব। অন্য ভাবে ফিরব।” তবে যেভাবে মার্কিন মসনদের ক্ষমতা হস্তান্তর হয়, তার ব্যতিক্রম হল এবার। বারাক ওবামার মতো বাইডেনকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানালেন না ট্রাম্প। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়েছেন প্রাক্তনরা।

আরও পড়ুন: সেজে উঠেছে ওয়াশিংটন, ঐতিহাসিক শপথ গ্রহণের প্রাক্বালে দাঁড়িয়ে মার্কিন মুলুক

এর আগে ১৮১০ সালে থমাস জেফারসনের শপথ গ্রহণের সময় ভোর ৪ টায় হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জন অ্যাডামস। এই জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণই করেছিলেন না অ্যান্ড্রু জ্যাকসন। তাই জ্যাকসনের শপথ গ্রহণে ছিলেন না অ্যাডামস। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রিচার্ড নিক্সনকে তাঁর মেয়াদ শেষের আগে পদত্যাগ করতে হয়েছিল। তাই তিনিও থাকতে পারেননি হবু প্রেসিডেন্টের শপথ গ্রহণে।

Next Article