Frozen Embryo Twin: ৩০ বছর ধরে ফ্রিজে থাকা ভ্রুণ থেকে জন্ম, এক বছর পর কেমন আছে যমজ শিশু
১৯৯২ সালে ওই ভ্রুণ ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে দান করেছিলেন এক দম্পতি। আইভিএফ-এর মাধ্যমেই জন্ম হয়েছিল এই ভ্রুণের। তার পর দীর্ঘ ৩০ বছর হিমায়িত ছিল ওই ভ্রুণ। ব়্যাচেল রিজেওয়ে এবং তাঁর স্বামী মিকেল রিজেওয়ে নামের আমেরিকার ভ্যানকুভেরের বাসিন্দা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন ওই ভ্রুণ থেকে সন্তান জন্মানোর ব্যবস্থা করা হয়েছিল।
ওয়াশিংটন: ভ্রুণের তৈরির পর তা হিমায়িত করে রাখা ছিল পরীক্ষাগারে। ৩০ বছর হিমায়িত থাকার পর জন্ম নিয়েছিল যমজ ভাই-বোন। ২০২২ সালের ৩১ অক্টোবর ওই যমজরা জন্মাতেই নতুন রেকর্ড তৈরি হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে। সেই শিশুদের প্রথম জন্মদিন পালন হয়েছে সম্প্রতি। ব্রিটেনের এক সংবাদমাধ্যমে সেই ঘটনার ছবি পোস্ট করা হয়েছে। যা ফের ভাইরাল হয়েছে।
১৯৯২ সালে ওই ভ্রুণ ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে দান করেছিলেন এক দম্পতি। আইভিএফ-এর মাধ্যমেই জন্ম হয়েছিল এই ভ্রুণের। তার পর দীর্ঘ ৩০ বছর হিমায়িত ছিল ওই ভ্রুণ। ব়্যাচেল রিজেওয়ে এবং তাঁর স্বামী মিকেল রিজেওয়ে নামের আমেরিকার ভ্যানকুভেরের বাসিন্দা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন ওই ভ্রুণ থেকে সন্তান জন্মানোর ব্যবস্থা করা হয়েছিল। ২০২২ সালের ৩১ অক্টোবর জন্ম নেয় দুই যমজ ভাই-বোন। তাদের নাম রাখা হয়েছিল তিমুথি এবং লিডিয়া। গত ৩১ অক্টোবর তাদের এক বছরের জন্মদিন পেরিয়েছে। দত্তক নেওয়া যমজ সন্তানের জন্মদিন পালন রিজেওয়ে দম্মতি করেছেন চকোলেট কেক কেটে।
ওই দুই শিশুর বয়স সবে এক বছর পেরলো। কিন্তু ভ্রুণের জন্ম যবে হয়েছিল, তার ৯ মাস পর যদি তাদের জন্ম হত, তাহলে তাদের বয়স হত ৩১ বছর। তবে এক বছরের দুই শিশুর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। অনেকেই তাঁদের দীর্ঘায়ু কামনা করেছেন।