Cigarette Ban: নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত সুনকের, ব্রিটেনে বিক্রি বন্ধ হতে পারে সিগারেটের
UK: ধূমপান বন্ধ করতে বিনামূল্যে ভেপ কিট দেওয়া হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ার জন্য ভাউচার স্কিম দেওয়া হচ্ছে। সিগারেট প্য়াকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে।
লন্ডন: বড় বদলর ইঙ্গিত। বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনে নিষিদ্ধ করা হতে পারে সিগারেট (Cigarette)। সূত্রের খবর, ঋষি সুনক এমন পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন, যাতে আগামী প্রজন্ম থেকে ব্রিটেনে আর সিগারেট পাওয়া যাবে না। জানা গিয়েছে, গত বছর নিউজিল্যান্ড সরকার সিগারেট বিক্রি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তার অনুকরণেই এবার সিদ্ধান্ত নিতে চাইছেন ঋষি সুনক।
গত বছর নিউজিল্যান্ড সরকার ঘোষণা করে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে, তাদের কাউকে সিগারেট বিক্রি করা যাবে না। এবার সেই সিদ্ধান্তই অনুকরণ করতে চলেছেন ঋষি সুনকও। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন সিগারেট পান ছেড়ে দেন। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশকে ধূমপানমুক্ত করা। ইতিমধ্যেই সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে ধূমপান কমানোর জন্য।”
জানা গিয়েছে, ধূমপান বন্ধ করতে বিনামূল্যে ভেপ কিট দেওয়া হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ার জন্য ভাউচার স্কিম দেওয়া হচ্ছে। সিগারেট প্য়াকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে।
সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো না হলেও, সূত্রের খবর, আগামী বছর নির্বাচনের আগেই ঋষি সুনক এই পদক্ষেপগুলি গ্রহণ করতে চাইছেন। অন্যদিকে, ইংল্যান্ড ও ওয়েলসের কাউন্সিলও গত জুলাই মাসে সরকারকে ২০২৪ সালের মধ্যে সিঙ্গল ইউজ ভেপ বিক্রি ও ব্যবহার বন্ধ করার পরামর্শ দেয়।