AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia Drone Attack: ইউক্রেনের ভয়ঙ্কর প্রতিশোধ! পঙ্গপালের মতো ড্রোন পাঠিয়ে রাশিয়ার একের পর এক ঘাঁটিতে হামলা, ধ্বংস কমপক্ষে ৪০টি যুদ্ধবিমান

Russia-Ukraine Conflict: সাইবেরিয়ায় প্রথম হামলা চলে। এরপর একে একে সেনাঘাঁটিগুলিতে হামলা করে ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের এই সোয়ার্ম ড্রোন হামলায় রাশিয়ার কমপক্ষে ৪০টিরও বেশি যুদ্ধবিমানে আগুন ধরে যায়।

Russia Drone Attack: ইউক্রেনের ভয়ঙ্কর প্রতিশোধ! পঙ্গপালের মতো ড্রোন পাঠিয়ে রাশিয়ার একের পর এক ঘাঁটিতে হামলা, ধ্বংস কমপক্ষে ৪০টি যুদ্ধবিমান
রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের।Image Credit: X
| Updated on: Jun 02, 2025 | 8:35 AM
Share

মস্কো: কোথায় ট্রাম্পের মধ্যস্থতা, কোথায় সংঘর্ষবিরতি! রাশিয়ায় ভয়ঙ্কর হামলা চালাল ইউক্রেন। মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ১১৭ টি ড্রোন দিয়ে হামলা চালাল রাশিয়ার কমপক্ষে ৫টি এয়ারবেসে। ৪০টিরও বেশি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর। রাশিয়ার বুকে এটাই সবথেকে বড় ড্রোন হামলা।

আজ, সোমবার ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে পৌঁছে গিয়েছেন। আর সেই সময়ই তাঁর দেশে হামলা চালাল ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আজ কিভ বাহিনী এফপিভি ড্রোন দিয়ে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান ও আমুর অঞ্চলে। ইভানোভো, রিয়াজান ও আমুরে সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। কারোর মৃত্যু হয়নি। এই হামলায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।”

জানা গিয়েছে, সাইবেরিয়ায় প্রথম হামলা চলে। এরপর একে একে সেনাঘাঁটিগুলিতে হামলা করে ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের এই সোয়ার্ম ড্রোন হামলায় রাশিয়ার কমপক্ষে ৪০টিরও বেশি যুদ্ধবিমানে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানগুলির মধ্যে পরমাণু হামলা চালাতে সক্ষম TU-95 ও Tu-22 স্ট্রাটেজিক বম্বার বিমানও রয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে তাদের দেশের সিকিউরিটি সার্ভিস এই বিশেষ অভিযান চালিয়েছে। এই স্পেশাল অপারেশনের কোড নাম- পাভুত্যনা বা স্পাইডার ওয়েব। মাকড়শার জালের মতোই রাশিয়ার ঘাঁটিগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে।

সূত্রের খবর, বিগত এক বছর ধরে এই হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন। কার্গো ট্রাকে লুকিয়ে ড্রোন পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে ট্রাকের ডালা খুলতেই ঝাঁকে ঝাঁকে ড্রোন বেরিয়ে আসে এবং নিশানা করে সেনাঘাঁটিগুলিতে। রাশিয়া যদি প্রত্যাঘাত করে, তা প্রতিহত করার জন্য ইতিমধ্যেই সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।