Shooting: ২ বছরের ছেলের ছোড়া গুলিতে মৃত্যু গর্ভবতী মায়ের
Shooting: খেলতে-খেলতে গুলিভর্তি বন্দুক হাতে তুলে নিয়েছিল ২ বছরের বালক। তারপর নিজের অজান্তেই মায়ের পিঠ তাক করে বন্দুকের ট্রিগার চেপে দিল খুদে। সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি ছিটকে এসে তার গর্ভবতী মায়ের পিঠ-পেট এফোঁড়-ওফোঁড় করে দিল।
ওয়াশিংটন: খেলতে-খেলতে গুলিভর্তি বন্দুক হাতে তুলে নিয়েছিল ২ বছরের বালক। তারপর নিজের অজান্তেই মায়ের পিঠ তাক করে বন্দুকের ট্রিগার চেপে দিল খুদে। সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি ছিটকে এসে তার গর্ভবতী মায়ের পিঠ-পেট এফোঁড়-ওফোঁড় করে দিল। তারপর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। গর্ভের সন্তান-সহ মৃত্যু হয় মায়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ওহিও প্রদেশে। মৃত্যুর আগে বালক-ছেলের হাতে গুলিবিদ্ধ হওয়ার কথা হতভাগ্য মা নিজেই জানিয়েছেন।
স্থানীয় পুলিশ আধিকারিক ডেভিড স্মিথ জানান, গর্ভবতী ওই মহিলার নাম লাউরা ইলজ (৩১)। ওহিও প্রদেশের নোরওয়াক শহরের বাসিন্দা ইলজ ৩৩ সপ্তাহের গর্ভবতী ছিলেন। গত ১৬ জুন নিজের দু-বছরের ছেলের হাতেই গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।
খুদে-ছেলের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর লাউরা ইলজ নিজেই ৯১১ ডায়াল করে পুলিশ ডাকেন। ইলজ পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনাবশত দু-বছরের ছেলে তাঁর পিছনে দাঁড়িয়ে বন্দুকের ট্রিগার চেপে ফেলে।
লাউরা ইলজের ফোন পাওয়া মাত্রই নোরওয়াক পুলিশ তড়িঘড়ি তাঁর বাড়িতে যায় এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, ঘণ্টা খানেকের মধ্যেই ইলজের মৃত্যু হয়। তাঁর গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।
খুদে ছেলের খেলার ছলে বন্দুকের ট্রিগার চেপে ফেলায় মায়ের মৃত্যুর ঘটনা মর্মান্তিক বলে শোকপ্রকাশ করেছে নোরওয়াক পুলিশ। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে কারও সঙ্গে না হয়, সে ব্যাপারে সতর্ক হওয়ারও বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাসিন্দাদেরই কাছে বন্দুক থাকে। ফলে বন্দুক হামলার ঘটনা যেমন ঘটে, তেমনই খুদেরা খেলার ছলে বন্দুক হাতে নিয়ে অনেক দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। চলতি বছরের মার্চেই ৩ বছরের এক শিশুর ছোড়া গুলিতে মৃত্যু হয় তার চার বছরের দিদির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল টেক্সাসের হাউসস্টোনে। পরিবারের ৫ বয়স্ক সদস্যের উপস্থিতিতেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। বন্দুকটি নিয়ে খেলতে-খেলতেই মর্মান্তিক এই ঘটনা ঘটিয়ে ফেলে বালিকাটি।