
ওয়াশিংটন: বরফ গলছে ট্রাম্প-মোদীর সম্পর্কে? আবার বন্ধু হয়ে উঠবে ভারত ও আমেরিকা? এমনটাই মিলছে আভাস। শুল্ক চাপানো, সেই শুল্ক দ্বিগুণ করে দেওয়া, ভারত সম্পর্কে আলটপকা মন্তব্য করে সুসম্পর্কে চিড় ধরিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই (Donald Trump)। আবার চিন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-কে দেখেই সুর বদল করেন ট্রাম্প। বারবার পোস্ট করেন ভারতের সঙ্গে বন্ধুত্ব থেকে শুরু করে বাণিজ্যচুক্তি নিয়ে। বন্ধুত্বের বার্তার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার শোনা যাচ্ছে, মতবদল করেছেন ট্রাম্প। ভারতে আসবেন না বলেও, তিনি আসতে চলেছেন এই বছরই। আবার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও এগিয়েছে।
কোয়াড লিডার্স সামিটে (QUAD Leaders Summit) যোগ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চলতি বছরের শেষভাগেই ভারতে এই সামিট হতে চলেছে। সম্প্রতিই যখন ভারত-আমেরিকার সম্পর্কে অবনতি হয়, তখন শোনা গিয়েছিল, এই কোয়াড সামিটে আসবেন না ট্রাম্প।
তবে সেই সিদ্ধান্ত বদলে গেল রাতারাতি। তার ঘনিষ্ঠ সঙ্গী তথা আমেরিকার ভারতে রাষ্ট্রদূত সার্গিও গোর বললেন, “কোয়াডের নেতাদের সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট… তাঁর পরবর্তী কোয়াড মিটিং নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।”
নভেম্বরের কবে ভারতে আসবেন ট্রাম্প, সেই দিনক্ষণ উল্লেখ না করলেও, সার্গিও বলেন, “কোয়াড খুব গুরুত্বপূর্ণ।”
শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা হয়েছিল ১৭ জুন। ওই সময়ে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভারতে কোয়াড সামিটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন ট্রাম্প। তবে গত মাসেই মার্কিনি সংবাদমাধ্যমগুলি দাবি করে যে ভারতের শুল্ক নিয়ে অবস্থান, অনমনীয় মনোভাবে বিরক্ত ট্রাম্প। চিন, রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা বাড়ায় তিনি কোয়াড সফরে ভারতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তবে এবার আমেরিকার ভারতে প্রতিনিধি সার্গিও গোর নিশ্চিত করলেন যে ট্রাম্প আসছেনই।
উল্লেখ্য, গত মাসেই সার্গিও গোর-কে ভারতে আমেরিকার অ্যাম্বাসডর বা প্রতিনিধি হিসাবে নিয়োগ করেন ট্রাম্প।
শোনা যাচ্ছে, শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হতে পারে।
এদিকে, বাণিজ্য চুক্তি নিয়েও ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা এগিয়েছে বলে জানান সার্গিও। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে। তিনি ভারতের সমালোচনা করলেও, তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন বরাবর। আমাদের এক অসাধারণ সম্পর্ক রয়েছে…আমি ওঁদের সঙ্গে একই রুমে ছিলাম। এই শুল্ক নিয়ে চুক্তির অনেক কাছাকাছি রয়েছি আমরা।”
বাণিজ্য চুক্তির খুঁটিনাটি নিয়ে এখন আলোচনা চলছে বলে জানান গোর। তিনি জানান, আমেরিকা চায় ভারত তাদের কাছ থেকে ক্রুড তেল কিনুক। ভারতের এই বিশাল মধ্যবিত্ত মার্কেটে প্রবেশ করতে চায় তারা। ভারতকে কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করেন তিনি। এবার ট্রাম্প ভারতের উপরে শুল্ক কমান কি না, তাই-ই দেখার।