Jill Biden Kissing Doug Emhoff: এ কী কাণ্ড! কমলা হ্যারিসের স্বামীর ঠোটে ঠোট রেখে চুমু খেলেন বাইডেনের স্ত্রী, দেখুন ভিডিয়ো
Jill Biden Kissing Doug Emhoff: ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ফার্স্ট লেডি জিল বাইডেন ক্য়াপিটল হলে ঢুকছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাগ এমহফের সামনে আসতেই তারা একে অপরের দিকে ঝুঁকে অভিবাদন জানান। এরপরই একে অপরকে ঠোটে ঠোট রেখে চুমু খান।
ওয়াশিংটন: প্রেসিডেন্টের স্ত্রী চুমু খাচ্ছেন ভাইস প্রেসিডেন্টের স্বামীকে! আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসের (Kamala Harris) স্বামী ডাগ এমহফ(Doug Emhoff)-র চুমু খাওয়ার ছবিই এখন ভাইরাল। ক্যাপিটল হিলে স্টেট অব ইউনিয়নের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী জিল বাইডেন ঠোটে ঠোট রেখে চুমু খান। এই দৃশ্য দেখার পরই হাজারো প্রশ্ন উঠেছে।
চলতি সপ্তাহেই ক্য়াপিটল হিলে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার আগেই ফার্স্ট লেডি জিল বাইডেনের চুমু খাওয়ার ছবি নিয়েই চর্চা শুরু হয়। স্বামীকে নয়, বরং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাগ এমহফকে চুমু খান জিল বাইডেন। মঙ্গলবারই সাংবাদিক বেনি জনসন ওই চুমু খাওয়ার ভিডিয়ো শেয়ার করে লেখেন, “জিল বাইডেন কি কমলা হ্যারিসের স্বামীকে ঠোটে চুমু খেলেন?!”
Did Jill Biden just kiss Kamala’s husband on the LIPS?! pic.twitter.com/KvrUxSI8Lu
— Benny Johnson (@bennyjohnson) February 8, 2023
এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়োটি। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ফার্স্ট লেডি জিল বাইডেন ক্য়াপিটল হলে ঢুকছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাগ এমহফের সামনে আসতেই তারা একে অপরের দিকে ঝুঁকে অভিবাদন জানান। এরপরই একে অপরকে ঠোটে ঠোট রেখে চুমু খান। দুইজনের এই আচরণেই বাকিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কেন তারা এই আচরণ করলেন, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করে।
সোশ্যাল মিডিয়া ব্য়বহারকারীরা নানান মন্তব্য় করেছেন এই ভিডিয়ো দেখে। এক টুইটার ব্যবহারকারী লেখেন, “জিল বাইডেন ও ডাগ এমহফ একে অপরকে অভিবাদন জানাচ্ছেন ঠোটে ঠোট রেখে? এটা কি স্বাভাবিক?”। আরেক ব্যবহারকারী লেখেন, “জিল বাইডেন কমলা হ্যারিসের স্বামীকে ঠোটে চুমু খেলেন। এটা হয়তো কেউ আশা করেননি।”
ফার্স্ট লেডির এই আচরণের সমালোচনা করেও অনেকে লেখেন, “স্টেট অব ইউনিয়ন এখন রিয়েলিটি শোয়ে পরিণত হয়েছে।”