US President on India-Pakistan: ‘এমন চড়া শুল্ক বসাব যে মাথা ঘুরবে…’, প্রধানমন্ত্রী মোদীকে হুমকি দেন ট্রাম্প?

US Tariff on India: ভারত-পাকিস্তান সংঘাত থামানোর ক্ষেত্রে তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাণিজ্য থামানো এবং চড়া শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন। এমনটাই দাবি ট্রাম্পের।

US President on India-Pakistan: এমন চড়া শুল্ক বসাব যে মাথা ঘুরবে..., প্রধানমন্ত্রী মোদীকে হুমকি দেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Aug 27, 2025 | 12:42 PM

ওয়াশিংটন: ফের ভারত-পাকিস্তানের মধ্য়ে মধ্যস্থতা করার দাবি আমেরিকার। এবার আরও এক ধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে বাণিজ্য ও শুল্কের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাধ্য করেছেন ইসলামাবাদের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হতে। যদিও ভারতের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেঁধেছিল, তা থামানোর জন্য কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত ট্রাম্পের এই দাবি নসাৎ করেছে বারবার। সাফ জানিয়েছেন পাক সেনার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে অনুরোধ আসার পরই সংঘর্ষ বিরতি হয়েছে। তাতেও দমার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট। ফের একবার দাবি করলেন ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘাত থামিয়েছেন তিনি।

ইতিহাস না জেনেই, হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি আমি। আমি বলেছি, আপনাদের ও পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? তাদের মধ্যে তীব্র ঘৃণা ছিল। ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা রয়েছে। বিভিন্ন নামে কয়েকশো বছর ধরে চলছে সংঘাত।”

ভারত-পাকিস্তান সংঘাত থামানোর ক্ষেত্রে তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাণিজ্য থামানো এবং চড়া শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন। এমনটাই দাবি ট্রাম্পের। বলেন, “আমি বলেছিলাম, তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না…তোমরা পরমাণু যুদ্ধে উপনীত হবে…আমি বললাম, আগামিকাল আমায় ফোন করো, কিন্তু তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না কিংবা এমন বেশি ট্যারিফ বসাব যে মাথা ঘুরবে।

ট্রাম্পের দাবি, এই হুমকি দেওয়ার ৫ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান শান্তি চুক্তিতে রাজি হয়ে যায়। এখনের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এখন হয়তো আবার সংঘাত শুরু হয়েছে। আমি জানি না, কিন্তু যদি শুরু হয়, তবে আমি তা থামাব। এই ধরনের ঘটনা হতে দিতে পারি না আমরা।”

প্রসঙ্গত, এই নিয়ে অন্তত ৪০ বার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছেন। গত সোমবার ট্রাম্প বলেন যে তিনি বিশ্বজুড়ে মোট ৭টি যুদ্ধ থামিয়েছেন। প্রতিটিতেই তিনি শুল্ক ও বাণিজ্যের হুমকি দিয়েছেন।