Donald Trump: রাখবেন বন্ধু মোদীর কথা, নতুন বছরেই ভারতে আসার পরিকল্পনা ট্রাম্পের
Modi-Trump Relation: হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে ভারতের কথা। ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেন, "ওঁ (মোদী) রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। আমার ভাল বন্ধু ওঁ, আমরা কথা বলি।"

ওয়াশিংটন: ট্রাম্পের মুখে আবারও প্রধানমন্ত্রী মোদীর জয়গান। আগামী বছর ভারত সফরেও আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার, ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) প্রশংসা করে বলেন, “গ্রেট ম্যান”। মোদীকে নিজের বন্ধু বলেও সম্বোধন করেন। জানান যে তাদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও আলোচনা চলছে।
ওজন কমানোর ওষুধের দাম কমানো নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে ভারতের কথা। ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেন, “ওঁ (মোদী) রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। আমার ভাল বন্ধু ওঁ, আমরা কথা বলি। ওঁ চায় আমি ভারতে যাই। আমরা সেটা নিয়ে কথা বলব, আমি যাব…প্রধানমন্ত্রী মোদী দারুণ মানুষ একজন। আমি ভারতে যাব।”
আগামী বছরই কি তবে ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ, হতেই পারে।
প্রসঙ্গত, চলতি বছরের শেষভাগেই কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয় যে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোর পর মার্কিন প্রেসিডেন্ট এখন আর ভারতে আসতে চাইছেন না।
প্রথমে ২৫ শতাংশ শুল্ক, তারপরে ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল শুধুমাত্র রাশিয়া থেকে কেনার জন্য। এর জেরেই মাঝে থমকে গিয়েছিল ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সেই কথাবার্তাও চলছে বলেই জানান মার্কিন প্রেসিডেন্ট।
