AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-Venezuela: এই মুখে প্রশংসা করেছিলেন ট্রাম্প, এখন মাদুরোর থেকেও বড় মূল্য চোকানোর হুমকি দিলেন ডেলসিকে

US-Venezuela: ট্রাম্প ভেনেজ়ুয়েলা নিয়ে হুমকি দেওয়া থামাচ্ছেন না। অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "যদি ওঁ (ডেলসি রড্রিগেজ়) সঠিক কাজ না করেন, তাহলে অনেক বড় মূল্য চোকাতে হবে, হয়তো মাদুরোর থেকেও বড় মূল্য চোকাতে হবে।" 

Donald Trump-Venezuela: এই মুখে প্রশংসা করেছিলেন ট্রাম্প, এখন মাদুরোর থেকেও বড় মূল্য চোকানোর হুমকি দিলেন ডেলসিকে
ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jan 05, 2026 | 9:33 AM
Share

ওয়াশিংটন: সস্ত্রীক মাদুরোকে অপহরণ করেছেন। তাতেও থামছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়কেও হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, যদি সব ঠিক কাজ না করেন, তাহলে আরও বড় মূল্য চোকাতে হবে।

২০১৮ সাল থেকে রড্রিগেজ় ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। ভেনেজ়ুয়েলার অর্থনীতি তেল নির্ভর। এই তেল মন্ত্রকও ডেলসির হাতে রয়েছে। মাদুরো-কে অপহরণ করার পর সুপ্রিম কোর্ট তাঁকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে।

এদিকে, ট্রাম্প ভেনেজ়ুয়েলা নিয়ে হুমকি দেওয়া থামাচ্ছেন না। অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “যদি ওঁ (ডেলসি রড্রিগেজ়) সঠিক কাজ না করেন, তাহলে অনেক বড় মূল্য চোকাতে হবে, হয়তো মাদুরোর থেকেও বড় মূল্য চোকাতে হবে।”

তিনি বলেন, “আমরা এমন লোকজনদের সঙ্গে কাজ করছি যারা সদ্য শপথ নিয়েছে। আমরা দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত রয়েছি। তবে আমি মনে করছি যে সেটার আর দরকার পড়বে না। আমরা সঠিক সময়ে নির্বাচন করাব। আমেরিকা ভেনেজ়ুয়েলার তেল ও অন্যান্য সম্পদের নিয়ন্ত্রণ নেবে।”

প্রসঙ্গত, মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাস থেকে তুলে আনার পর ট্রাম্প প্রথমে ডেলসি রড্রিগেজ়ের প্রশংসাই করেছিলেন। তবে প্রেসিডেন্ট পদে বসতেই ডেলসি বলেছেন যে তিনি দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবেন। নিজের প্রথম ক‍্যাবিনেট বৈঠক করেছেন ভেনেজুয়েলার সদ‍্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি। এখনও আমেরিকার কাছে বশ‍্যতা না স্বীকার করার বার্তাই ডেলসির মুখে।

মাদুরোকে অপহরণ করার যুক্তিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “দেখুন, ওখানে পুনর্গঠন চলছে, সরকার বদল হচ্ছে, যা-ই বলুন। বর্তমানে যা চলছে, তার তুলনায় ভাল। এর থেকে খারাপ কিছু হতে পারে না।”