Bangladesh: ফের এক হিন্দু খুন, কী চলছে ইউনূসের বাংলাদেশে?
Youth killed in Bangladesh: ২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও হিংসার ঘটনায় লাগাম টানা যায়নি। আবার গত বছরের ডিসেম্বরে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি খুন হওয়ার পর থেকে ফের জ্বলছে পদ্মাপারের দেশ।

ঢাকা: বাংলাদেশে ফের এক হিন্দু যুবক খুন। মৃতের নাম রাণাপ্রতাপ বৈরাগী (৩৮)। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে রাণাপ্রতাপকে। যশোরের মণিরামপুরে তাঁর বরফকল রয়েছে। এছাড়া স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন রাণাপ্রতাপ। পদ্মাপারের দেশে সংখ্যালঘুরা কতটা সুরক্ষিত, এই ঘটনার পর তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে বাড়ি রাণাপ্রতাপের। মণিরামপুরের কপালিয়া বাজারে একটি বরফ তৈরির কারখানা রয়েছে তাঁর। ‘দৈনিক বিডি খবর’ নামে একটি ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন। সোমবার সন্ধেয় কপালিয়া বাজারে তাঁকে খুন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, এদিন সন্ধেয় নিজের বরফ তৈরির কারখানায় ছিলেন রাণাপ্রতাপ। একটি মোটরবাইকে তিনজন এসে তাঁকে সামনের গলিতে ডেকে নিয়ে যায়। তারপর গুলি করে ও গলা কেটে খুন করে পালায়। পুলিশ জানিয়েছে, রাণাপ্রতাপের নামেও তিনটি মামলা রয়েছে। কিন্তু, কে বা কারা কোন উদ্দেশ্যে রাণাপ্রতাপকে খুন করল, তা এখনই বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও হিংসার ঘটনায় লাগাম টানা যায়নি। আবার গত বছরের ডিসেম্বরে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি খুন হওয়ার পর থেকে ফের জ্বলছে পদ্মাপারের দেশ। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। তার আগে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। ওসমান হাদির মৃত্যুর পর অশান্ত বাংলাদেশে খুন হন দীপু দাস নামে এক ব্যক্তি। এরপর অমৃত মণ্ডল নামে আরও এক হিন্দু যুবক খুন হন। খোকনচন্দ্র দাস নামে আরও একজন ২ দিন আগেই মারা যান। মাথায় পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার খুন হলেন রাণাপ্রতাপ বৈরাগী। একের পর এক হিন্দুকে খুনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইউনূস প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
