AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ‘টার্গেট’ সীমান্ত, চিনের কাঁধে চড়ে ‘মারণ অস্ত্র’ বানাচ্ছে পাকিস্তান, বলছে আমেরিকা

Pakistan Nuclear Arsenal With China Support: এবার সেই মার্কিন রিপোর্টে উঠে এল পাকিস্তানের নাম। চিনের পিঠে চেপেই যে ষড়যন্ত্র কষছে তারা, সেই কথাটাও স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওই রিপোর্টে। কিন্তু কী এমন ষড়যন্ত্র কষছে শরিফে দেশ?

Pakistan: 'টার্গেট' সীমান্ত, চিনের কাঁধে চড়ে 'মারণ অস্ত্র' বানাচ্ছে পাকিস্তান, বলছে আমেরিকা
| Updated on: May 25, 2025 | 5:01 PM
Share

নয়াদিল্লি: চিনের পিঠে চেপেই ‘পারমাণবিক ষড়যন্ত্র’ করছে পাকিস্তান, এমনটাই আমেরিকার। রবিবার ওয়ার্ল্ড থ্রেট অ্য়াসেসমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা। এই রিপোর্টে বিশ্বজুড়ে কোথায় কোথায় পারমাণবিক ষড়যন্ত্র চলছে, সেই তথ্যই তুলে ধরে গোয়েন্দা সংস্থাটি।

এবার সেই মার্কিন রিপোর্টে উঠে এল পাকিস্তানের নাম। চিনের পিঠে চেপেই যে ষড়যন্ত্র কষছে তারা, সেই কথাটাও স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওই রিপোর্টে। কিন্তু কী এমন ষড়যন্ত্র কষছে শরিফে দেশ? মার্কিন রিপোর্ট বলছে, সীমান্তে সংঘর্ষ জারি রাখতে নিজেদের পরমাণু অস্ত্রগারকে আরও আধুনিক করছে পাকিস্তান। আর আধুনিকীকরণের সেই কাজে বিদেশি শক্তিরও সাহায্য় নিচ্ছে তারা।

সেই রিপোর্টে আরও বলা হয়েছে, চিন থেকে প্রয়োজনীয় পরমাণু উপাদান এনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে পাকিস্তান। বিশ্বনেতারা যাতে জানতে না পারে, সেই কথাটা মাথায় রেখেই হংকং, সিঙ্গাপুর, তুরস্ক ও আরবের মতো দেশ হয়ে সেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী আনাচ্ছে তারা।

সাম্প্রতিককালেই তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছিল ভারত-পাকিস্তান। যুদ্ধ হয়নি, তবে যা ঘটেছে তা যে যুদ্ধের থেকে কম নয়, সেই কথাটা স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনীও। সংঘর্ষ ভুলে যখন সব কিছু আবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে, সেই আবহে এই চাঞ্চল্যকর রিপোর্ট সমস্ত শান্তি বিঘ্নিত করতে পারেই বলে মত একাংশের। পাশাপাশি, ওয়াকিবহাল মহলের দাবি, ভারত-পাকিস্তান সংঘর্ষ মিটতেই চিনের আমন্ত্রণে সেই দেশে সফরে গিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। এই ঘটনার দিন কয়েক পরেই প্রকাশ্যে চিন-পাক যৌথ ষড়যন্ত্র। তবে কি সেই সফরেই চিনের কর্তাদের সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির আলোচনা সেরে ফেলেছিল পাকিস্তান?