AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel-Palestine War: প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা

লাগাতার রকেট বর্ষণ, জঙ্গিদের ছোড়া গুলিতে প্রচুর সাধারণ ইজরায়েলির মৃত্যু হয়েছে। হামাসের এই হামলার ঘটনায় বেশ কয়েক জন মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। তবে ঠিক কত জন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়েছে, এবং মৃত নাগরিকদের পরিচয় প্রকাশ না করলেও এই মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন প্রশাসন।

Israel-Palestine War: প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা
ইজরায়েলকে অস্ত্র সাহায্য আমেরিকারImage Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 10:22 AM
Share

ওয়াশিংটন: গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর শনিবার অতর্কিতে হামলা চালায় প্যালেস্তাইনের হামাসা জঙ্গি গোষ্ঠী। লাগাতার রকেট বর্ষণ, জঙ্গিদের ছোড়া গুলিতে প্রচুর সাধারণ ইজরায়েলির মৃত্যু হয়েছে। হামাসের এই হামলার ঘটনায় বেশ কয়েক জন মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। তবে ঠিক কত জন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়েছে, এবং মৃত নাগরিকদের পরিচয় প্রকাশ না করলেও এই মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন প্রশাসন। সংবাদ সংস্থা এএফপি-কে মার্কিং অফিসিয়াল বলেছেন, “বেশ কয়েক জন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করেছি। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করছি।”

ভারত এবং পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ ইজরায়েলের উপর হামাসের এই হামলার নিন্দা করেছে। এই হামলার পরই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও রবিবারই কথা বলেছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইজরায়েলকে যুদ্ধাস্ত্র সাহায্যের ঘোষণা করেছে পেন্টাগন। জানা গিয়েছে, জো বাইডেন নিজে ইজরায়েলে মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফ্ট কেরিয়ার পাঠানো হবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে। সেই এয়ারক্রাফ্ট কেরিয়ারে থাকবে একাধিক যুদ্ধবিমান। এফ-৩৫, এফ-১৫, এফ-১৬, এফ-১০ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করবে আমেরিকা।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, হাসাম জঙ্গিদের দমন করতে গাজায় ইজরায়েলের আক্রমণের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। রবিবারই নেতানিয়াহু আমেরিকার থেকে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য অস্ত্র সাহায্য চেয়েছিলেন। এর এক দিন পরেই যুদ্ধাস্ত্র পাঠালো আমেরিকা।