AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USA: ‘খুব বাজে গন্ধ…’, পোষ্যের মল ঘেঁটে বের হল ৩ লক্ষ টাকা

Dog ate 3,550 dollar cash: শুক্রবার রাতে ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। দেখেছিলেন, সিসিল একটি ১০০ ডলারের নোট বমি করে বের করে দিয়েছে। পরের কয়েকদিনে, সিসিলের বমি এবং মল ঘেঁটে তাঁরা আরও অনেকগুলি নোটের কুচি উদ্ধার করন। সেগুলি ধুয়ে মুছে তাঁরা দেখেছিলেন, পুরো টাকাটা না পেলেও, ৩,৩৫০ ডলারের মতো উদ্ধার করতে পেরেছেন তাঁরা।

USA: 'খুব বাজে গন্ধ...', পোষ্যের মল ঘেঁটে বের হল ৩ লক্ষ টাকা
৪০০০ ডলার খেয়ে নিয়েছিল, হজম হয়নিImage Credit: Instagram
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 9:14 PM
Share

ওয়াশিংটন : পোষ্য কুকুরের মল ঘেঁটে ৩,৫৫০ মার্কিন ডলার, অর্থাৎ, প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করলেন এক মার্কিন দম্পতি! জীবনে কখনও খারাপ কিছু করেনি তাঁদের পোষ্য কুকুর সিসিল। কিন্তু, গত শুক্রবার বাড়ির বেড়া মেরামত করা শ্রমিকদের টাকা দেবেন বলে ব্যাঙ্ক থেকে ৪০০০ ডলার তুলে এনেছিলেন ক্যারি এবং ক্লেটন শ। আর সেই নগদ অর্থ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছিল সিসিল। ফলে, পরের কয়েকটা দিন ধরে এই গোল্ডেনডুডল জাতের কুকুরটির মল ঘাঁটতে হয়েছে শ দম্পতিকে।

ক্যারি শ জানিয়েছেন, এর আগে কোনোদিন সিসিল এরকম করেনি। কিন্তু, গত শুক্রবার আচমকা তাঁর স্বামী চিৎকার করে উঠেছিলেন, “৪০০০ ডলার চিবিয়ে খেয়ে নিল সিসিল!” ক্যারি জানিয়েছেন, শুনে তাঁর প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগার হয়েছিল। ব্যাঙ্ক থেকে তুলে আনার পর, শ দম্পতি নোটগুলি রেখেছিলেন একটি টেবিলে। আধঘণ্টা পর সেখানে ফিরে এসে দেখেছিলেন, কুচি কুচি হয়ে পড়ে রয়েছে সেই নগদ টাকা। সঙ্গে সঙ্গে যতগুলি কুচি সম্ভব সংগ্রহ করা শুরু করেছিলেন শ দম্পতি। কিন্তু, এক পর্যায়ে তাঁরা বুঝতে পারেন, কিছু টুকরো সিসিলের পেটে রয়েছে। কাজেই সে মলত্যাগ না করা পর্যন্ত…

View this post on Instagram

A post shared by Carrie Law (@ooolalaw)

ক্লেটন শ জানিয়েছেন, শুক্রবার রাতে ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। দেখেছিলেন, সিসিল একটি ১০০ ডলারের নোট বমি করে বের করে দিয়েছে। পরের কয়েকদিনে, সিসিলের বমি এবং মল ঘেঁটে তাঁরা আরও অনেকগুলি নোটের কুচি উদ্ধার করন। সেগুলি ধুয়ে মুছে তাঁরা দেখেছিলেন, পুরো টাকাটা না পেলেও, ৩,৩৫০ ডলারের মতো উদ্ধার করতে পেরেছেন তাঁরা। ক্যারি শ বলেছেন, নোটগুলি থেকে খুব খারাপ গন্ধ বের হচ্ছিল। তবে, তাঁদের এছাড়া উপায় ছিল না। ব্যাঙ্ক তাদের আশ্বস্ত করেছে, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। নোটগুলির সিরিয়াল নম্বর অক্ষত থাকলে সেগুলি বদলে দেওয়া হবে। অবশিষ্ট নগদের কুচিগুলি দিয়ে শ দম্পতি এখন শিল্পকর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। টুকরোগুলি আঠা দিয়ে জুড়ে জুড়ে কোলাজ তৈরি করছেন তাঁরা।