Donald Trump: আমেরিকায় পড়ার স্বপ্ন আর পূরণ হবে না পড়ুয়াদের? বড় সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প প্রশাসন
Student Visa: শোনা যাচ্ছে, বিদেশি পড়ুয়াদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়া নিয়ম আনতে পারে ট্রাম্প প্রশাসন। এমনকী স্টুডেন্ট ভিসা দেওয়ার আগে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টও পর্যালোচনা করে দেখা হতে পারে।

ওয়াশিংটন: বিদেশি পড়ুয়াদের আর ভিসা দেবে না আমেরিকা? মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মঙ্গলবারই বিভিন্ন দেশে থাকা দূতাবাসগুলিকে নির্দেশ দেন যে বিদেশি পড়ুয়াদের জন্য নতুন করে যেন ভিসার ইন্টারভিউ ধার্য না করা হয়।
শোনা যাচ্ছে, বিদেশি পড়ুয়াদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়া নিয়ম আনতে পারে ট্রাম্প প্রশাসন। এমনকী স্টুডেন্ট ভিসা দেওয়ার আগে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টও পর্যালোচনা করে দেখা হতে পারে।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “এটা নিয়ে জনসমক্ষে আলোচনা করা হবে না। আমরা দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনা করছি। যারা আমাদের দেশে আসতে চায়, তবে ভিসার আবেদন করতে হবে। প্রত্যেকটা সার্বভৌম দেশের অধিকার আছে কে তাদের দেশে আসতে চাইছে, কেন আসতে চাইছে, তারা কারা, কী করত ইত্যাদি। ফ্রেমওয়ার্কের মধ্যে হলে অন্তত আমরা বুঝতে পারব যে এখানে এসে তারা কী করতে পারে।”
অন্যদিকে, নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসের মুখপাত্র সূত্রে খবর, আপাতত ভিসা আবেদন চালু থাকবে। আমেরিকার আইন মেনে কাজ করা হবে, প্রয়োজনীয় সময় লাগবে ভিসার আবেদন পর্যালোচনার জন্য যাতে এটা নিশ্চিত করা যায় যে ভিসা আবেদনকারী আমেরিকার জন্য সুরক্ষা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি তৈরি করবে না।

