USA Model : বিয়ে করেছেন নয়জনকে, সবার চাহিদা মেটাতে বানালেন ‘সেক্স রস্টার’! তারপর যা হল…
USA Model : আমেরিকার মডেল ও ইনফ্লুয়েন্সার আর্থার আর্থার ও উরসোর নয়জন স্ত্রী। প্রত্যেক স্ত্রীকে সমানভাবে সময় দেওয়ার জন্য বানালেন সেক্স রস্টার।
ওয়াশিংটন : একাধিক প্রেমিকা রয়েছে! বা একাধিক বিয়ে করেছেন! কিন্তু সব প্রেমিকাকে সমানভাবে সময় দিতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অভিযোগ উঠছে ঝুড়ি ঝুড়ি যে আপনার কাছে প্রেমিকারা গুরুত্ব হারাচ্ছে। তাহলে আপনিও আমেরিকার নাগরিকের মতো রস্টার বানিয়ে নিতে পারেন। আমেরিকার এক নাগরিক তাঁর নয়জন স্ত্রীকে সময় দেওয়ার জন্য সেক্সের রস্টার বানিয়েছেন। যাতে কোনও মহিলাই প্রায়োরিটি লিস্ট থেকে বাদ না পড়েন।
এক মডেল ও ইনফ্লুয়েন্সার হলেন আর্থার ও উরসো। তিনি ৯ জনকে বিয়ে করেছেন। কিন্তু সব স্ত্রীকে সমানভাবে সময় দিতে পারছেন না। সব স্ত্রীকে সমানভাবে সময় দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন তিনি। তার মধ্যে একটি হল তিনি একটি সেক্স রস্টার বানিয়েছেন। যাতে তাঁর কোনও স্ত্রীই বাদ পড়ে গিয়েছেন বলে মনে না হয় তাই তাঁর এই পথ অবলম্বন। আমেরিকার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থার দাবি করেছেন যে, তিনি প্রত্য়েক স্ত্রীকে সমানভাবে সন্তুষ্ট করতে অনেক পরিশ্রম করেছেন। তাই তিনি প্রাথমিকভাবে রম্প রস্টার বানিয়েছিলেন যাতে তিনি সব স্ত্রীর চাহিদা পূরণ করতে পারেন। কিন্তু সমস্যা অন্য কোথাও ছিল।
আর্থার বলেছেন, “একটি সময়সূচী অনুসরণ করার ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং মাঝে মাঝে আমার মনে হয় যে আমাকে সময়সূচীর কারণে সেক্স করতে হবে, আনন্দের জন্য নয়। আমি একজন স্ত্রীর সঙ্গে সেক্স করছি কিন্তু হয়ত অন্য স্ত্রীর কথা চিন্তা করছি।” অনেকরকম চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পর আর্থার এই সেক্সের রস্টার বাদ দেওয়ার পরিকল্পনা করেন।
আরও পড়ুন : British Parliament : পার্লামেন্টে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক, সাংসদ মজে পর্নে! এ কি আজব কাণ্ড